আইপিএলে সাকিবের সমান ভিত্তিমূল্যে মোস্তাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৮ পিএম, ২২ জানুয়ারি ২০২২
আইপিএলে সাকিবের সমান ভিত্তিমূল্যে মোস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলামে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের ভিত্তিমূল ছিল দুই কোটি রুপি। একই আসরে এক কোটি রুপি ভিত্তিমূল্যে খেলেছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। কিন্তু পরের আসরেই বেড়েছে মোস্তাফিজের দাম। ১৫তম আসরে মোস্তাফিজুর রহমানের ভিত্তি মূল্য দাঁড়িয়েছে দুই কোটি রুপি।

চলতি বছরের ১২ এবং ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আইপিএলের ১৫তম আসরের নিলাম। এর আগে আইপিএলের নিলামে অংশ নেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

সেখানে সর্বোচ্চ দুই কোটি রুপির ভিত্তিমূল্যে আছেন দুই বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন- সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। এ দুই ক্রিকেটার ছাড়াও আরও সাত ক্রিকেটার আইপিএলের নিলামে আছেন। তাদের নাম এবং ভিত্তিমূল্য এখনও জানায়নি বিসিসিআই।

আইপিএলের ১৫তম আসরের যুক্ত হয়েছে দুই নতুন ফ্রাঞ্চাইজি। সেগুলো হলো- লাক্ষ্ণৌ এবং আহমেদাবাদ। এ কারণেই আইপিএলের ১৫তম আসরের আগে মেগা নিলাম অনুষ্ঠিত হচ্ছে।

আইপিএলের সর্বশেষ আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। অপরদিকে সর্বশেষ আসরে রাজস্থানের জার্সিতে দারুণ ছন্দে ছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। যদিও তার দল রাজস্থান বলার মতো পারফর্ম করতে পারেনি।

চলতি বছরের ২ এপ্রিল থেকে আইপিএলের ১৫তম আসর মাঠে গড়ানোর কথা রয়েছে। আইপিএলের ভেন্যু হিসেবে ভারতকেই প্রাধান্য দিচ্ছে বিসিসিআই। করোনাভাইরাস মহামারির কারণে ভারতে আয়োজন করা সম্ভব না হলে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কাকেও বিকল্প হিসেবে রেখেছে ভারতীয় বোর্ড।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল নিলামে বাংলাদেশের চেয়ে নেপাল ও যুক্তরাষ্ট্রের খেলোয়াড় বেশি

আইপিএল নিলামে বাংলাদেশের চেয়ে নেপাল ও যুক্তরাষ্ট্রের খেলোয়াড় বেশি

সাকিব-মোস্তাফিজসহ আইপিএল খেলতে চান ৯ বাংলাদেশি

সাকিব-মোস্তাফিজসহ আইপিএল খেলতে চান ৯ বাংলাদেশি

আইপিএল নিলামে নেই গেইল-স্টার্করা

আইপিএল নিলামে নেই গেইল-স্টার্করা

আইপিএলে লাক্ষ্ণৌয়ে খেলবেন লোকেশ রাহুল

আইপিএলে লাক্ষ্ণৌয়ে খেলবেন লোকেশ রাহুল