শাহিন শাহর অর্জনে শহীদ আফ্রিদির শুভেচ্ছা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪২ পিএম, ২৫ জানুয়ারি ২০২২
শাহিন শাহর অর্জনে শহীদ আফ্রিদির শুভেচ্ছা

প্রথম পাকিস্তানি হিসেবে আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরষ্কার জিতেছেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। এরপর থেকেই প্রশংসায় ভেসে যাচ্ছেন তিনি। এবার সে তালিকায় নাম লিখিয়েছেন পাকিস্তানের সাবেক পাকিস্তানের শহীদ আফ্রিদি।

২০০৪ সালে বর্ষসেরা ক্রিকেটারের জন্য গ্যারি সোবার্স ট্রফি দিয়ে আসছে আইসিসি। এরপর থেকে কোনো পাকিস্তানি ক্রিকেটারের হাতে উঠেনি এ পুরষ্কার। শুধু তাই নয়, শাহিন শাহ'র চেয়ে কম বয়সে কেউ এ পুরষ্কার জিততে পারেননি।

এরপরেই টুইটারজুড়েই শাহিন শাহ আফ্রিদির বন্দনায় মুখর ক্রিকেট বিশ্ব। এ তালিকায় যুক্ত হয়েছেন শহীদ আফ্রিদি। শুভেচ্ছা বার্তায় শহীন আফ্রিদি জানা, যোগ্য হিসেবেই এ পুরষ্কার জিতেছেন শাহিন শাহ।

বলেন, ‘অভিনন্দন শাহিন! তোমার জন্য ও পাকিস্তানের জন্য এটি অসাধারণ অর্জন। পুরোপুরি যোগ্য হিসেবেই পেয়েছো এটি। আমাদের দল এখন মহাতারকায় ভরা। আবারও অভিনন্দন রিজওয়ান, বাবর ও শাহিন।’

এদিকে শাহিন শাহ আফ্রিদির সাথে আত্মীয়তার বন্ধনে যুক্ত হবে শহীদ আফ্রিদি। ২০২১ সালে শহীদ আফ্রিদি জানিয়েছিলেন, তার বড় মেয়ের সাথে শাহীন শাহ আফ্রিদির বিয়ের প্রস্তাব এসেছে। ভবিষ্যতে যেকোনো সময় সে আনুষ্ঠানিকতাও সম্পন্ন করা হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সেরা হতে ভারতের বিপক্ষে পারফরম্যান্সকেই এগিয়ে রাখছেন শাহীন আফ্রিদি

সেরা হতে ভারতের বিপক্ষে পারফরম্যান্সকেই এগিয়ে রাখছেন শাহীন আফ্রিদি

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদি

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদি

ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে ফেলেছেন আসিফ আলি

ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে ফেলেছেন আসিফ আলি

নারী বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মারুফ

নারী বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মারুফ