আইপিএল আয়োজনে আগ্রহী দক্ষিণ আফ্রিকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২৫ জানুয়ারি ২০২২
আইপিএল আয়োজনে আগ্রহী দক্ষিণ আফ্রিকা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর ভারতের মাটিতেই আয়োজন করতে যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারতের মাটিতে আয়োজন করতে না পারলেও বিকল্প ভাবনায় দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কাও আছে বলে জানিয়েছিল ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। এরই মধ্যে আইপিএল আয়োজনে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

ভারতের করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসলে বিসিসিআই ঘোষণা দেয়, আইপিএলের ১৫তম আসর ভারতের মাটিতেই আয়োজন করা হবে। তবে বর্তমান কোভিড পরিস্থিতির কারণে বিষয়টি আবারও বিসিসিআইকে নতুন করে ভাবাচ্ছে।

এ কারণেই আইপিএল আয়োজনে বিকল্প খুঁজতে শুরু করেছে বিসিসিআই। আর বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার নাম এসেছে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার মাটিতে আইপিএল আয়োজনে ইতোমধ্যেই বিসিসিআইয়ের সাথে আলোচনা শুরু করেছে সিএসএ। করোনাভাইরাস মহামারির কারণে আইপিএলের সর্বশেষ দুই আসর সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করেছিল বিসিসিআই। এ কারণেই এবার দেশের বাইরে আয়োজন করলে আরব আমিরাত ভিন্ন অন্য জায়গায় আয়োজন করতে চায় বিসিসিআই।

এর আগে ২০০৯ সালের আইপিএলের দ্বিতীয় আসর দক্ষিণ আফ্রিকায় আয়োজন করেছিল বিসিসিআই। সেই অভিজ্ঞতাতেই আবারও আইপিএল আয়োজনে আগ্রহী তারা।

এছাড়াও সিএসএ জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের পরিবর্তে দক্ষিণ আফ্রিকায় আইপিএল আয়োজন করা হলে ফ্রাঞ্চাইজিগুলো খরচ অনেকাংশে কমে আসসবে। এ দিক বিবেচনাতেই আইপিএল আয়োজনের জন্য দক্ষিণ আফ্রিকা উপযুক্ত বলে জানিয়েছে তারা।

এদিকে ভারতের মাটিতে আইপিএল আয়োজনে যেকোনো এক রাজ্যের চারটি ভেন্যু নির্ধারণ করতে চাচ্ছে বিসিসিআই। এ ক্ষেত্রে মহারাষ্ট্র প্রাধান্য পাবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। কেননা, একমাত্র মহারাষ্ট্রতেই নিকট দূরত্বে চারটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম আছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

২৭ মার্চ থেকে শুরু আইপিএল

২৭ মার্চ থেকে শুরু আইপিএল

আইপিএলে লাক্ষ্ণৌ ফ্রাঞ্চাইজির অধিনায়ক রাহুল

আইপিএলে লাক্ষ্ণৌ ফ্রাঞ্চাইজির অধিনায়ক রাহুল

আহমেদাবাদের অধিনায়ক হার্দিক পান্ডিয়া!

আহমেদাবাদের অধিনায়ক হার্দিক পান্ডিয়া!

আইপিএলের নতুন টাইটেল স্পন্সর টাটা

আইপিএলের নতুন টাইটেল স্পন্সর টাটা