২৭ মার্চ থেকে শুরু আইপিএল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ২২ জানুয়ারি ২০২২
২৭ মার্চ থেকে শুরু আইপিএল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর আয়োজনের তারিখ চূড়ান্ত করেছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আইপিএলের ভেন্যু হিসেবে মহারাষ্ট্রের চারটি ভেন্যু চূড়ান্ত করেছে বিসিসিআই। করোনাভাইরাস মহামারির কারণে দেশে সম্ভব না হলে ভেন্যু হবে সংযুক্ত আরব আমিরাত।

শনিবার (২২ জানুয়ারি) আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলোর সাথে বৈঠকে বসেছিল বিসিসিআই। সেখানেই আইপিএলে আয়োজনের তারিখ চূড়ান্ত করে বিসিসিআই। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৭ মার্চ মাঠে গড়াবে আইপিএল। এর আগে চলতি বছরের ১২ ও ১৩ ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে আয়োজিত হবে আইপিএলের ১৫তম আসরের মেগা নিলাম।

আইপিএলের ভেন্যু হিসেবে মহারাষ্ট্রের চারটি ভেন্যুকে চূড়ান্ত করেছে বিসিসিআই। ভেন্যুগুলো হলো- ওয়াঙ্খেড়ে স্টেডিয়াম, ব্যাব্রোন স্টেডিয়াম, ডিওয়াই পাতিল স্টেডিয়াম এবং এমসিএ স্টেডিয়াম।

করোনাভাইরাস মহামারির কারণে ভারতের মাটিতে আইপিএল আয়োজন করা সম্ভব না হলে আবারও আরব আমিরাতের মাঠে গড়াবে আইপিএল। তবে এর আগে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার নাম শোনা যাচ্ছিলো।

মহারাষ্ট্রের নির্বাচিত চার ভেন্যুর তিনটি মুম্বাইয়ে অবস্থিত এবং একটি পুনেতে অবস্থিত। এ বিষয়ে এক বিসিসিআই কর্মকর্তা জানান, ‘মুম্বাই এবং পুনের মধ্যে যোগাযোগের জন্য বিমান যাত্রার কোনো প্রয়োজন নেই। এ কারণেই এই আইপিএল আয়োজনের এ দুই শহরকেই বেছে নেওয়া হয়েছে।’

দেশের বাইরে আইপিএল আয়োজনের ব্যাপারে বলেন, ‘ভারতেই আইপিএল আয়োজনে প্রাধান্য দিচ্ছে বিসিসিআই। তবে যদি পরিস্থিতি খারাপ হয় সেক্ষেত্রে নতুন ভেন্যু হিসেবে প্রাধান্য পাবে আরব আমিরাত। এর আগেও সেখানে আয়োজন করায় বিষয়টি সহজ হবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে লাক্ষ্ণৌ ফ্রাঞ্চাইজির অধিনায়ক রাহুল

আইপিএলে লাক্ষ্ণৌ ফ্রাঞ্চাইজির অধিনায়ক রাহুল

আইপিএল নিলামে বাংলাদেশের চেয়ে নেপাল ও যুক্তরাষ্ট্রের খেলোয়াড় বেশি

আইপিএল নিলামে বাংলাদেশের চেয়ে নেপাল ও যুক্তরাষ্ট্রের খেলোয়াড় বেশি

আইপিএলে সাকিবের সমান ভিত্তিমূল্যে মোস্তাফিজ

আইপিএলে সাকিবের সমান ভিত্তিমূল্যে মোস্তাফিজ

সাকিব-মোস্তাফিজসহ আইপিএল খেলতে চান ৯ বাংলাদেশি

সাকিব-মোস্তাফিজসহ আইপিএল খেলতে চান ৯ বাংলাদেশি