বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডে যুক্ত হলেন নুজহাত তাসনিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৯ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২২
বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডে যুক্ত হলেন নুজহাত তাসনিয়া

প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। এ বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে স্কোয়াড। সে স্কোয়াডে নতুন করে ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে যুক্ত হয়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুজহাত তাসনিয়া।

বিশ্বকাপকে সামনে রেখে শুক্রবার (২৮ জানুয়ারি) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের স্কোয়াডের বাইরে একমাত্র ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে ছিলেন সানজিদা আক্তার মেঘলা।

বুধবার (২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নুজহাত তাসনিয়ার দলের সাথে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন তিনি।

সম্প্রতি শেষ হওয়া কমনওয়েলথ গেমস বাছাই পর্বের স্কোয়াড থেকে কোনো পরিবর্তন আনেনি নির্বাচকরা। শুধুমাত্র দলের বাইরে থাকা পেসার জাহানারা আলমকে দলে ফিরিয়েছে তারা।

নারী ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে নুজহাত তাসনিয়া ছাড়াও ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে থাকবেন সানজিদা আক্তার মেঘলা।

নারী বিশ্বকাপে বাংলাদেশে স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, জাহানারা আলম, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা এবং সুরাইয়া আজমীম।

রিজার্ভ
সানজিদা আক্তার মেঘলা, নুজহাত তাসনিয়া

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ নিয়ে দোয়া চেয়েছেন জ্যোতি, আশাবাদী নির্বাচক মঞ্জুরুল

বিশ্বকাপ নিয়ে দোয়া চেয়েছেন জ্যোতি, আশাবাদী নির্বাচক মঞ্জুরুল

জ্যোতির নেতৃত্বে নারী বিশ্বকাপের স্কোয়াড, ফিরলেন জাহানারা

জ্যোতির নেতৃত্বে নারী বিশ্বকাপের স্কোয়াড, ফিরলেন জাহানারা

নারী ক্রিকেটারদের বেতন বাড়ছে ৩৩ শতাংশ

নারী ক্রিকেটারদের বেতন বাড়ছে ৩৩ শতাংশ

আইসিসির সেরা খেলোয়াড় তালিকায় নাহিদা আক্তার

আইসিসির সেরা খেলোয়াড় তালিকায় নাহিদা আক্তার