ক্রিকেট অস্ট্রেলিয়াকে একহাত নিলেন পন্টিং-হেইডেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৬ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট অস্ট্রেলিয়াকে একহাত নিলেন পন্টিং-হেইডেন

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন জাস্টিন ল্যাঙ্গার। অথচ দলের কঠিন সময়ে হাল ধরেছিলেন তিনি। তাও তাকে তেমন সমর্থন দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এই ব্যাপারটা নিয়েই বোর্ডের উপর চটেছেন সাবেক দুই অজি কিংবদন্তি রিকি পন্টিং ও ম্যাথু হেইডেন।

২০১৮ সালে বল টেম্পারিংয়ের ঘটনায় ড্যারেন লেহম্যান বরখাস্ত হওয়ার পর অজিদের দায়িত্ব নিয়েছিলেন জাস্টিন ল্যাঙ্গার। প্রধান কোচের দায়িত্ব নিয়ে দলটাকে গুছিয়ে এনেছিলেন তিনি। এর মধ্যে অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন দুটি বড় মঞ্চের শিরোপা। এরপরও মেয়াদ শেষ হওয়ার পাঁচ মাস আগে তার পদত্যাগ মানতে পারেননি সাবেক দুই অজি গ্রেট। ল্যাঙ্গারকে সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি বলে মন্তব্য করেছেন দু’জন।

অস্ট্রেলিয়ার একটি রেডিও চ্যানেলকে পন্টিং বলেন, ‘আমি মনে করি অস্ট্রেলিয়ান ক্রিকেটের ক্ষেত্রে এটি সত্যিই একটি দুঃখজনক দিন। আপনি যদি পিছনে ফিরে দেখুন, এই ছয় মাস খুবই খারাপ ছিল। এমন পরিস্থিতিতে দলকে দারুণভাবে সামলিয়েছে জাস্টিন ল্যাঙ্গার। তার সাথে ঘটে যাওয়া ব্যাপারটা খুবই বিব্রতকর।’

অন্যদিকে ল্যাঙ্গারের দীর্ঘদিনের ওপেনিং জুটি ম্যাথু হেইডেন ল্যাঙ্গারের পদত্যাগের ঘটনায় অভিযোগের তীর ছুড়েছেন দলের দিকে। প্রধান কোচ হিসাবে দীর্ঘ মেয়াদে ল্যাঙ্গারকে কেউ ল্যাঙ্গারকেসমর্থন দিরে পারেনি বলে মনে করেন তিনি। হেইডেন বলেন, ‘এটা একেবারেই পরিষ্কার যে কেউ তাকে সমর্থন করেনি।’

কামিন্সের দিকে আঙ্গুল তুলে হেইডেন বলেন, ‘আপনি যদি অস্ট্রেলিয়ান অধিনায়কের কথা শোনেন, তবে দেখবেন কোনো দিন সে তার (ল্যাঙ্গার) জন্য কোনো ধরনের প্রশংসা বা সমর্থনের কথা একবারও বলেনি। আমি মনে করি জাস্টিনের সময় খুব একটা ভালো যায় নি। এটা খুবই কষ্টদায়ক ব্যাপার।’

ল্যাঙ্গারের পদত্যাগের ব্যাপারে পন্টিং আরো বলেন, ‘আমি জাস্টিনের খুব ঘনিষ্ঠ। আমরা ভাইয়ের মতো। তবে তার ব্যাপারে আমি খুব বেশি জড়িত নই। কারণ এমন কোন উপায় নেই যে আমি তার সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারব। বেশ কিছুদিন ব্যাপারটা যেদিকে যাচ্ছিলো, তাতে এরকমটা অনুমেয়ই ছিল।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার

পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার

আইপিএলে ২২ সপ্তাহের বায়ো-বাবল, খেলবেন না স্টার্ক

আইপিএলে ২২ সপ্তাহের বায়ো-বাবল, খেলবেন না স্টার্ক

ক্রিকেট ছাড়ার চিন্তা করেছিলেন অস্ট্রেলিয়ার বর্ষসেরা স্টার্ক

ক্রিকেট ছাড়ার চিন্তা করেছিলেন অস্ট্রেলিয়ার বর্ষসেরা স্টার্ক

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি