অস্ট্রেলিয়ার গিয়ে করোনা পজিটিভ কুশল মেন্ডিস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৫ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২২
অস্ট্রেলিয়ার গিয়ে করোনা পজিটিভ কুশল মেন্ডিস

ফাইল ফটো

টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছে করোনা পজিটিভ হয়েছেন শ্রীলঙ্কার ব্যাটার কুশল মেন্ডিস। দেশটিতে পৌঁছে নিয়মিত র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় (আরএটি) পজিটিভ ধরা পড়েছেন মেন্ডিস। পরে আরটি-পিসিআর টেস্টেও পজিটিভ হয়েছেন তিনি।

গত ৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট দর। কোভিড প্রটোকল অনুযায়ী, করোনা পজিটিভ শনাক্ত হওয়া বর্তমানে আইসোলেশনে আছেন কুশল মেন্ডিস।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বলা হয়, শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম ব্যাটার কুসল মেন্ডিস অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছেন। ফলে মেন্ডিসকে আলাদা (আইসোলেশন) রেখে চিকিৎসা ও পর্যবেক্ষণ করছে মেডিকেল ইউনিট।

স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সিরিজ শুরু হওয়ার মাত্র দুই আগে শ্রীলঙ্কার দলে করোনা শনাক্ত হলো। তবে স্কোয়াডে থাকা অন্য ক্রিকেটারদের শরীরে করোনাভাইরাস শনাক্ত না হওয়ায় সিরিজ নিয়ে কোন শঙ্কা দেখা দেয়নি।

অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে শুক্রবার (১১ ফেব্রুয়ারি)। ২০ ফেব্রুয়ারি (রোববার) পঞ্চম টি-টোয়েন্টি মধ্য দিয়ে শেষ হবে শ্রীলঙ্কা ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর। সিরিজ শেষে অস্ট্রেলিয়া থেকে সরাসরি ভারত সফরের কথা রয়েছে লঙ্কানদের। ভারতে ২টি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়া সিরিজে শ্রীলঙ্কা দলে মেন্ডিস-গুণাথিলাকা

অস্ট্রেলিয়া সিরিজে শ্রীলঙ্কা দলে মেন্ডিস-গুণাথিলাকা

বিপিএলে খেলার অনুমতি পাবেন না লঙ্কান ক্রিকেটাররা

বিপিএলে খেলার অনুমতি পাবেন না লঙ্কান ক্রিকেটাররা

নির্ধারিত সময়ের আগেই নিষেধাজ্ঞামুক্ত তিন লঙ্কান ক্রিকেটার

নির্ধারিত সময়ের আগেই নিষেধাজ্ঞামুক্ত তিন লঙ্কান ক্রিকেটার

বাংলাদেশে জনপ্রিয় ‘পাঁচ’ বিদেশি ক্রিকেটার

বাংলাদেশে জনপ্রিয় ‘পাঁচ’ বিদেশি ক্রিকেটার