পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার টেস্ট দল ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৫ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২২
পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার টেস্ট দল ঘোষণা

দীর্ঘ ২৪ বছর পর আবারও পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। এই সিরিজকে সামনে রেখে ১৮ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দলের ফিরছেন স্পিনিং অলরাউন্ডার অ্যাস্টন আগার।

উপমহাদেশের অংশ হওয়ায় পাকিস্তানেও স্পিনিং উইকেট হতে পারে। এই ধারণা বিবেচনায় আগারকে দলে অন্তর্ভুক্ত করেছে অজিরা। সাদা পোশাকে সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমছিলেন আগার। এছাড়াও দলে তার পাশাপাশি স্পিনার হিসাবে আছেন নিয়মিত মুখ অফস্পিনার নাথান লায়ন।

সর্বশেষ অ্যাশেজের স্কোয়াডে থাকা প্রায় সব ক্রিকেটারই আছেন পাকিস্তান সফরের দলে। দলের জন্য সুখবর হলো, এই সিরিজ দিয়েই আবারও ফিরছেন বোলিং আক্রমণের অন্যতম ভরসা জশ হ্যাজলেউড।

অজিরা এই সফরের শুরুটা করবে ৪ মার্চ। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। এরপর ১২ মার্চ করাচিতে হবে দ্বিতীয় টেস্ট। সিরিজের শেষ ম্যাচ হবে ২১ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

টেস্ট সিরিজ শেষ হওয়ার পর অ্যারন ফিঞ্চের নেতৃত্বে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ওয়ানডেতে ২৯ মার্চ মাঠে নামবে দুই দল। একদিন বিরতি দিয়ে ২১ মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে।

২ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ৫ এপ্রিল। সীমিত ওভারের সবগুলো ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।

অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াড : প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাস্টন আগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, জস ইংলিশ, উসমান খাজা, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, মিচেল নেসার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন ও ডেভিড ওয়ার্নার।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান সফরে অনিশ্চিত ‘কয়েকজন’ অজি ক্রিকেটার

পাকিস্তান সফরে অনিশ্চিত ‘কয়েকজন’ অজি ক্রিকেটার

শ্রীলঙ্কা সিরিজে অস্ট্রেলিয়ার স্কোয়াডে পরিবর্তন

শ্রীলঙ্কা সিরিজে অস্ট্রেলিয়ার স্কোয়াডে পরিবর্তন

মাথা উচু করে বিদায় নিতেই ল্যাঙ্গারের পদত্যাগ

মাথা উচু করে বিদায় নিতেই ল্যাঙ্গারের পদত্যাগ

পাকিস্তানে যেতে মুখিয়ে আছেন অ্যারন ফিঞ্চ

পাকিস্তানে যেতে মুখিয়ে আছেন অ্যারন ফিঞ্চ