আরও দুই বছর হোবার্ট হ্যারিকেনসে থাকছেন টিম ডেভিড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২
আরও দুই বছর হোবার্ট হ্যারিকেনসে থাকছেন টিম ডেভিড

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫তম আসরে মেগা নিলামে সবচেয়ে বড় চমকের নাম ছিল টিম ডেভিড। সিঙ্গাপুরের এই তারকাকে ৮.২৫ কোটি ইন্ডিয়ান রূপিতে কিনে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এবার ডেভিডের সাথে নতুন করে আরও দুই বছরের চুক্তি করলো বিগব্যাশ লিগে তার দল হোবার্ট হ্যারিকেনস।

শুধু টিম ডেভিড নয়, নতুন করে আরও কয়েকজনের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বিগব্যাশের দলটি। এদের মধ্যে আছেন নাথান এলিস, বেন ম্যাকডারমট, জোয়েল প্যারিস, ডি'আর্সি শর্ট এবং ম্যাথু ওয়েড।

বিগ হিটিং এবং ম্যাচ শেষ করে আসার জন্য ডেভিডের জুড়ি মেলা ভার। ঠান্ডা মাথায় ম্যাচ বের করে আনতে পারেন অনায়াসে। সম্প্রতি শেষ হওয়া টুর্নামেন্টে ক্লাবের পক্ষে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত খেলে সহজেই আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের নজর কেড়েছেন।

হোবার্টের সাথে নতুন করে চুক্তি বাড়াতে পেরে উচ্ছ্বাসিত ডেভিড। এই তারকা বলেন, ‘আমি হ্যারিকেনসের সাথে চুক্তি বাড়াতে পেরে সত্যিই খুশি। দুই বছর আগে তারা আমাকে এই দলের অংশ হওয়ার সুযোগ দিয়েছিল, তার জন্য আমি কৃতজ্ঞ।’

সেই সঙ্গে নিজের প্রতিভা বিকাশে হোবার্টের ভূমিকাও স্বীকার করতে কুন্ঠবোধ করলেন না ডেভিড। তিনি বলেন, ‘একজন খেলোয়াড় হিসাবে আমার বিকাশে হ্যারিকেনসের অবদান ছিল। আমি বিশ্বাস করি আমাদের দলে কিছু দুর্দান্ত প্রতিভা আছে। আমরা যদি সেরা ক্রিকেট খেলি তাহলে আমরা বিবিএল জিততে সক্ষম।’

ক্রিকেট তাসমানিয়ার হাই পারফরম্যান্সের মহাব্যবস্থাপক সাইমন ইনসলে ডেভিডের চুক্তির ব্যাপারে বলেন, ‘গত দুই সিজনে টিমের (ডেভিড) উন্নতি হয়েছে দেখার মতো। যা তার কঠোর পরিশ্রমের প্রমাণ, আমরা তাকে বিবিএল ১২ এবং ১৩ এর জন্য পেয়ে আনন্দিত।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

হাসনাইনের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা

হাসনাইনের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা

ডাবল হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় ক্যামেরুন বয়েস

ডাবল হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় ক্যামেরুন বয়েস

আইপিএলে দল পাননি যেসব তারকা ক্রিকেটার

আইপিএলে দল পাননি যেসব তারকা ক্রিকেটার

আইপিএলের পুরো আসরেই থাকবেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা

আইপিএলের পুরো আসরেই থাকবেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা