শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে কোহলির সাথে পান্তও বিশ্রামে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে কোহলির সাথে পান্তও বিশ্রামে

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না ভারতের দুই ব্যাটার বিরাট কোহলি ও ঋষভ পান্ত। শুধু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজই নয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ থেকেও নিজেদের সরিয়ে নিয়েছেন এই দু’জন। টানা খেলার ক্লান্তি কাটাতেই তাদের এই সিদ্ধান্ত।

কোহলি ও পান্ত নিজেদের বিশ্রামের ব্যাপারে টিম ম্যানেজমেন্ট এবং বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সাথে আলোচনা করেছিলেন। আলোচনা শেষে এই দু’জনের ছুটির ব্যাপারে আপত্তি করেনি বোর্ড। কারণ সামনের সিরিজের জন্য পর্যাপ্ত খেলোয়াড় রয়েছে বোর্ডের হাতে।

কোহলি ও পান্তের ব্যাপারে বোর্ডের সমস্যা হওয়ার কথা না। দলের পাইপলাইন যথেষ্ট শক্তিশালী। এই লাইনে আছেন শ্রেয়াস আইয়ার, শার্দুল ঠাকুর, ঋতুরাজ গায়কোয়াড় এবং দীপক হুদার মতো প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যানরা। পান্তের অনুপস্থিতিতে উইকেটরক্ষকের দায়িত্ব নিতে মুখিয়ে আছেন তরুণ ঈশান কিশান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে দেখা যেতে পারে আইয়ার, ঠাকুর, গায়কোয়াড়, হুডা, মো. সিরাজ, আভেশ খান, দীপক হুডা এবং কুলদীপ যাদবকে। প্রথম দুই ম্যাচে তারা সাইড বেঞ্চে ছিলেন।

ভারতীয় বোর্ডের সাথে পরিচিত একটি সূত্রের ভাষ্যমতে, ‘কিছু খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার জন্য শুক্রবার রাতে দ্রাবিড়ের সাথে খেলার পরে আলোচনা হয়েছিল। শ্রীলঙ্কা সিরিজের জন্য তাদের বিশ্রাম দেওয়ার বিষয়ে নির্বাচক কমিটি, কোচ ও অধিনায়কের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নেয়া হয়।’

শ্রীলঙ্কার বিপক্ষে ২৪ মার্চ প্রথম টি-টোয়েন্টির মধ্যে দিয়ে মাঠ গড়াবে সিরিজ। ম্যাচটি অনুষ্ঠিত হবে লখনৌতে। এরপর ২৬ ও ২৭ ফেব্রুয়ারি বাকি দুই ম্যাচ খেলবে ভারত ও শ্রীলঙ্কা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ধর্মশালার হিমালয় প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল নিলামে ঝড় তোলা হাঙ্গারগেকারের বিরুদ্ধে বয়স চুরির অভিযোগ

আইপিএল নিলামে ঝড় তোলা হাঙ্গারগেকারের বিরুদ্ধে বয়স চুরির অভিযোগ

হায়দরাবাদের কোচিং প্যানেলে সাইমন হেলমট

হায়দরাবাদের কোচিং প্যানেলে সাইমন হেলমট

অভিষেকেই বিশ্ব রেকর্ড করলেন বিহার রঞ্জি দলের সাকিব

অভিষেকেই বিশ্ব রেকর্ড করলেন বিহার রঞ্জি দলের সাকিব

নিলামের পর হায়দরাবাদ থেকে সরে দাঁড়ালেন সাইমন ক্যাটিচ

নিলামের পর হায়দরাবাদ থেকে সরে দাঁড়ালেন সাইমন ক্যাটিচ