‘বাইরের’ মাশরাফিকে নিয়ে কথা বলা পছন্দ নয় ডোমিঙ্গোর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২
‘বাইরের’ মাশরাফিকে নিয়ে কথা বলা পছন্দ নয় ডোমিঙ্গোর

ফাইল ফটো

টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ব্যর্থতার পর কোচিং স্টাফ নিয়ে কথা বলেছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সে সময় টাইগারদের তৎকালীন বোলিং কোচ ওটিব গিবসন বলেছিলেন, ‌‘বাইরের মাশরাফি’র মন্তব্যে কিছু আসে-যায় না। গিবসনের পর এবার প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোও সুর মেলালেন। কফির দাওয়াত দেওয়া মাশরাফির প্রসঙ্গে তিনি জানান, স্কোয়াডে না থাকা খেলোয়াড়দের নিয়ে কথা তার পছন্দ নয়।

সফররত আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অবিশ্বাস্যভাবে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে সাথে মুখোমুখি হয়েছিলেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

সংবাদ সম্মেলনে কথা বলার সময় ডোমিঙ্গোকে স্মরণ করিয়ে দেওয়া হয় মাশরাফি বিন মর্তুজার কথা। জানতে চাওয়া হয়, মাশরাফির কফি পানের দাওয়াত না রাখার বিষয়ে। দীর্ঘ দিনের পুরোনো সেই কথা স্মরণ করিয়ে দিলেও নিজেকে সামলে উত্তর দেন রাসেল ডোমিঙ্গো।

টাইগারদের প্রধান কোচ বলেন, ‍“এখন স্কোয়াডে নেই, এমন খেলোয়াড়দের নিয়ে কথা বলতে আমি পছন্দ করি না। বাইরের মানুষ কী বলে, কী করে তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় স্যার। আমার মনোযোগ আমার দল, পরিবার, কাজে। এর বাইরে কোনো কিছুতে মনোযোগ নেই।”

সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরে এমন কথা বললেও চলে যাওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে মাশরাফিকে ‘হাই’ বলে দেওয়ার আহ্বান জানান তিনি। ডোমিঙ্গো বলেন, “মাশরাফিকে আমার হাই জানিয়ে দিও।”

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে জাতীয় দলের কোচিং স্টাফ নিয়ে কথা বলেছিলেন মাশরাফি। সে সময় বোলিং কোচের দায়িত্বে থাকা দক্ষিণ আফিকান কোচ ওটিস গিবসনও একই ধরনের কথা বলেছিলেন। সে সময় ‘বাইরের’ মাশরাফির মন্তব্যে গিবসনের কিছু যায় আসে না -শিরোনামের সংবাদ প্রকাশ করাও হয়েছিল। গিবসনের পর মাশরাফিকে নিয়ে স্বদেশীয় ডোমিঙ্গোও একই ধরনের মন্তব্য করলেন।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টপ-অর্ডারে রান পায়নি বাংলাদেশ। জয়ের ধারা অব্যাহত রাখতে টপ-অর্ডারদের ভালো করার কোন বিকল্প নেই বলেন জানান টাইগারদের কোচ।

তিনি বলেন, ‍“ভালো করতেই হবে তাতে সন্দেহ নেই। তামিম, মুশফিক, রিয়াদ, সাকিবকে নিয়ে কোয়ালিটি অর্ডার আছে আমাদের। লিটনও আছে। হাই-কোয়ালিটি ব্যাটিং লাইন-আপ আমাদের। ছেলেরা অনেক দিন টি-টোয়েন্টি খেলার পর একদিনের ক্রিকেটে ফিরেছে। প্রথম ম্যাচের পারফরম্যান্সে তারা নিজেরাও হতাশ। প্রত্যাশা করছি, সামনের ম্যাচে আরও অনেক ভালো পারফরম্যান্স হবে।”

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেটারদের জন্য সুজন একজন পজিটিভ মানুষ : মাশরাফি

ক্রিকেটারদের জন্য সুজন একজন পজিটিভ মানুষ : মাশরাফি

৪০২ দিন পর মাঠের খেলায় মাশরাফি

৪০২ দিন পর মাঠের খেলায় মাশরাফি

কোচ কথা না বললে দলে তার প্রয়োজন কী : মাশরাফি

কোচ কথা না বললে দলে তার প্রয়োজন কী : মাশরাফি

গণমাধ্যম ও মানুষের কথা মেজাজ হারানোর মতো, তবে আমি হারাই না: ডোমিঙ্গো

গণমাধ্যম ও মানুষের কথা মেজাজ হারানোর মতো, তবে আমি হারাই না: ডোমিঙ্গো