কেন্দ্রীয় চুক্তিতে ৫ কোটি থেকে ১ কোটির গ্রেডে ধাওয়ান-হার্দিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ০৪ মার্চ ২০২২
কেন্দ্রীয় চুক্তিতে ৫ কোটি থেকে ১ কোটির গ্রেডে ধাওয়ান-হার্দিক

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তিতে বড় ধরনের অবনমন হয়েছে শিখর ধাওয়ান ও হার্দিক পান্ডিয়ার। গত বছরের চুক্তিতে ৫ কোটি রুপির ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন ধাওয়ান-হার্দিক। তবে নতুন ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে ১ কোটি রুপির ‘সি’ ক্যাটাগরিতে নেমে গেছেন তারা।

বিসিসিআই-এর নতুন চুক্তিতে ধাওয়ান-পান্ডিয়া ছাড়াও আরও তিন সিনিয়র ক্রিকেটারের অবনতি হয়েছে। তারা হলেন- আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা এবং ইশান্ত শর্মা। নতুন চুক্তিতে ৫ কোটি রুপির ‘এ’ ক্যাটাগরি থেকে ৩ কোটি রুপির ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছেন তারা।

কেন্দ্রীয় চুক্তিতে এত অবনমনের মাঝে উন্নতি হয়েছে অক্ষর প্যাটেল, শ্রেয়াস আইয়ার ও মোহাম্মদ সিরাজের। আগের চুক্তিতে ১ কোটি রুপির ‘সি’ ক্যাটাগরি থেকে তারা উন্নতী হয়েছেন ৩ কোটি রুপির ‘বি’ ক্যাটাগরিতে। এছাড়া প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে ঢুকেছেন সূর্যকুমার যাদব। তার স্থান হয়েছে ১ কোটি রুপির ‘সি’ ক্যাটাগরিতে।

৭ কোটি রুপির ‘এ’ প্লাস ক্যাটাগরিতে আছেন শীর্ষ তিন ক্রিকেটার-ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা, সাবেক দলনেতা বিরাট কোহলি এবং পেসার জসপ্রিত বুমরাহ। ৫ কোটি রুপির ‘এ‘ ক্যাটাগরিতে আছেন পাঁচ ক্রিকেটার। তারা হলেন- লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সামি এবং ঋষভ পান্থ।

২০২১-২২ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির অনুমোদন দিয়েছে বিসিসিআইয়ের সর্বোচ্চ কাউন্সিল। ২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত চারটি ক্যাটাগরিতে মোট ২৭ জন ক্রিকেটারকে চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে বিসিসিআই।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

যানজট এড়াতে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের জন্য ‘বিশেষ’ ট্রাফিক ব্যবস্থা

যানজট এড়াতে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের জন্য ‘বিশেষ’ ট্রাফিক ব্যবস্থা

দশ দলে পাল্টে গেল আইপিএল পদ্ধতি, যুক্ত হলো গ্রুপ পর্ব

দশ দলে পাল্টে গেল আইপিএল পদ্ধতি, যুক্ত হলো গ্রুপ পর্ব

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

১৫.২৫ কোটিতে ঈষাণ কিষাণকে দলে নিলো মুম্বাই 

১৫.২৫ কোটিতে ঈষাণ কিষাণকে দলে নিলো মুম্বাই