কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন আর নেই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১০ পিএম, ০৪ মার্চ ২০২২
কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন আর নেই

কিংবদন্তি ক্রিকেটার রড মার্শের পর একইদিনে ওপারে পাড়ি জমালেন আরেক অজি কিংবদন্তি শেন ওয়ার্ন। মাত্র ৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ওপারে পাড়ি জমিয়েছেন বলে জানিয়েছে ফক্স ক্রিকেট।

শুক্রবার (৪ মার্চ) ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা ওয়ার্নের ওপারে পাড়ি জমানোর বিষয়টি নিশ্চিত করে। ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

ওয়ার্ন মৃত্যুর সময় থাইল্যান্ডে অবস্থান করছিলেন। সেখানেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। ওয়ার্নের মৃত্যুতে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শেনকে অচেতন অবস্থায় তাঁর ভিলায় পাওয়া গেছে। মেডিকেল স্টাফের সর্বোচ্চ চেষ্টার পরও তাঁকে বাঁচানো যায়নি। পরিবার এ সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

সর্বশেষ ২৪ ঘণ্টার মধ্যে দুই অজি কিংবদন্তি ওপারে পাড়ি জমালেন। এর আগে শুক্রবার সকালে ওপারে পাড়ি জমান অজি কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটার রড মার্শ। এবার সেই তালিকায় যুক্ত হলেন ওয়ার্ন।

টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ওয়ার্ন। টেস্ট ক্যারিয়ারে ১৪৫ ম্যাচ খেলে ৭০৬ উইকেট শিকার করেছিলেন তিনি। এছাড়াও ওয়ানডেতে ১৯৪ ম্যাচে তার শিকার ছিল ২৯৩ উইকেট।

স্পোর্টসমেইল২৪/পিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

না ফেরার দেশে অজি কিংবদন্তি রড মার্শ

না ফেরার দেশে অজি কিংবদন্তি রড মার্শ

নিজের জন্মভূমিতে খেলা বিশেষ কিছু : উসমান খাজা

নিজের জন্মভূমিতে খেলা বিশেষ কিছু : উসমান খাজা

পাকিস্তান সফরে থাকা অ্যাস্টন অ্যাগারকে ‘হত্যার হুমকি’

পাকিস্তান সফরে থাকা অ্যাস্টন অ্যাগারকে ‘হত্যার হুমকি’

পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া, বিশ্ব ক্রিকেটে ‘গুরুত্বপূর্ণ’ বার্তা

পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া, বিশ্ব ক্রিকেটে ‘গুরুত্বপূর্ণ’ বার্তা