মেয়েদের সিপিএল আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৪ পিএম, ১৫ মার্চ ২০২২
মেয়েদের সিপিএল আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ

বিগব্যাশ, দ্য হানড্রেডের পর এবার নারীদের জন্য আয়োজিত হতে যাচ্ছে আরেকটি নতুন ফ্রাঞ্চাইজি লিগ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নারী সংস্করণ আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ২০২২ সালেই মাঠে গড়াবে এই আসর।

চলতি বছর মাঠে গড়াবে সিপিএলের ১০ম আসর। এই আসরের সময়ই আয়োজন করা হবে সিপিএলের নারীদের আসর। বিষয়টি নিশ্চিত করেছেন উইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি রিকি স্কেরিট।

২০১৩ সালে ছয় দল নিয়ে শুরু হয়েছিল সিপিএল আয়োজন। এখন পর্যন্ত নয়বার এই আসর আয়োজন করা হলেও বাড়েনি দল সংখ্যা। তবে দল সংখ্যা না বাড়লেও বেড়েছে টুর্নামেন্টের প্রতিযোগীতা। এরই ধারাবাহিকতায় নারী সিপিএল আয়োজনের প্রস্তুতি নিয়েছে উইন্ডিজ বোর্ড।

সিপিএলে ছয়টি দল থাকলেও নারীদের জন্য আয়োজিত এই আসরে থাকবে তিনটি দল। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, বার্বাডোস রয়্যালস এবং ট্রিনিবাগো নাইট রাইডার্স এই আসরে অংশ নিবে বলে জানানো হয়েছে।

নারীদের সিপিএল আয়োজনের ব্যাপারে উইন্ডিজ বোর্ডের সভাপতি রিকি স্কিরিট বলেন, ‘উইন্ডিজ নারীদের ক্রিকেটে উন্নতি করানো এবং ক্রিকেটের সাথে সংস্পর্শ বাড়ানোর জন্য এই এই প্রতিযোগীতার বিকল্প নেই। ২০১৯ সালে প্রথমবারের মতো এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। তবে করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে গিয়েছিল। এবার তা মাঠে গড়াবে। এই টুর্নামেন্টে অনেক প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে আশা করি।’

চলতি বছরের ৩০ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর, এই সময়ের মধ্যে সিপিএল আয়োজনের পরিকল্পনা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। একই সময়ে নারীদের সিপিএলও আয়োজনের পরিকল্পনা চলছে। আর নারীদের সিপিএলে বিদেশি সব তারকা ক্রিকেটারদের নিয়ে আসারও পরিকল্পনা করছে দলটি।

এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) ইতিমধ্যেই নারী পিএসএল চালু করার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে। তারা জানিয়েছে, ২০২৩ সাল থেকে মাঠে গড়াবে এই আসর। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

সারের হয়ে ‘ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্ট’ মাতাবেন সুনীল নারিন

সারের হয়ে ‘ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্ট’ মাতাবেন সুনীল নারিন

ব্রড-অ্যান্ডারসন ছাড়াও ইংল্যান্ডের বোলিং বিপদজনক: ফিল সিমন্স

ব্রড-অ্যান্ডারসন ছাড়াও ইংল্যান্ডের বোলিং বিপদজনক: ফিল সিমন্স

প্রথমবারের মতো নেদারল্যান্ডস সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

প্রথমবারের মতো নেদারল্যান্ডস সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

আইপিএলের পুরো আসরেই থাকবেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা

আইপিএলের পুরো আসরেই থাকবেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা