উইল ইয়ংয়ের সেঞ্চুরিতে ডাচদের বিপক্ষে নিউজিল্যান্ডের বড় জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২১ পিএম, ২৯ মার্চ ২০২২
উইল ইয়ংয়ের সেঞ্চুরিতে ডাচদের বিপক্ষে নিউজিল্যান্ডের বড় জয়

মাউন্ট মঙ্গানুইতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড এবং নেদারল্যান্ডস। রস টেইলরের বিদায়ী সিরিজের প্রথম ম্যাচেই নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে কিউইরা।

মঙ্গলবার (২৯ মার্চ) মাউন্ট মঙ্গানুইতে টস জিতে ব্যাটিংয়ে নামে নেদারল্যান্ডস। এই সিরিজে শীর্ষ ১২ ক্রিকেটারকে ছাড়াই মাঠে নেমেছে কিউইরা।  তবুও ডাচদের খাবি খাওয়াতে কোনো বেগ পেতে হয়নি তাদের।

স্কোরবোর্ডে ৪৫ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়ে বসে নেদারল্যান্ডস। এরপরেই দলের হাল ধরেন অধিনায়ক পিটার সিলার এবং মিচেল রিপন। দু’জন মিলে গড়ে তোলেন ৮০ রানের জুটি।

দলীয় ১২১ রানে পিটার সিলার প্যাভিলিয়নে একে একে সবাই প্যাভিলিয়নের পথ ধরেন। শেষ পর্যন্ত ২০২ রানে থামে ডাচদের ইনিংস। নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন মিচেল রিপন। কিউইদের হয়ে ব্লেয়ার টিকনার ৫০ রানে ৪ উইকেট শিকার করে।

২০৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১২ রানেই প্যাভিলিয়নে ফেরেন মার্টিং গাপটিল। এরপর ডাচ বোলারদের নিয়ে ছেলে খেলা শুরু করে হেনরি নিকোলস এবং উইল ইয়ং। দু’জন মিলে গড়ে তোলেন ১৬২ রানের জুটি।

৫৭ রানে হেনরি নিকোলস প্যাভিলিয়নে ফিরলে ভাঙে এই জুটি। এরপর অভিজ্ঞ রস টেইলরও দ্রুতই ফেরেন প্যাভিলিয়নে। পরে অবশ্য আর কোনো বিপদ হতে দেননি উইল ইয়ং ও টম লাথাম। দুইজনে দলকে জয়ের বন্দরে ভিড়িয়ে প্যাভিলিয়নে ফেরেন।

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে ১০৩ রানে অপরাজিত ছিলেন উইল ইয়ং। এতেই ম্যাচ সেরার পুরষ্কার নিজের করে নেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর  


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ানডে ও টি-টোয়েন্ট সিরিজ খেলতে স্কটল্যান্ড যাচ্ছে নিউজিল্যান্ড

ওয়ানডে ও টি-টোয়েন্ট সিরিজ খেলতে স্কটল্যান্ড যাচ্ছে নিউজিল্যান্ড

পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার স্পিন বোলিং কোচ ভেট্টোরি

পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার স্পিন বোলিং কোচ ভেট্টোরি

আইপিএলে খেলা ক্রিকেটার ছাড়াই নেদারল্যান্ডসের বিপক্ষে নামবে নিউজিল্যান্ড

আইপিএলে খেলা ক্রিকেটার ছাড়াই নেদারল্যান্ডসের বিপক্ষে নামবে নিউজিল্যান্ড

আইসিসির ফেব্রুয়ারির সেরা ক্রিকেটার শ্রেয়াস আইয়ার

আইসিসির ফেব্রুয়ারির সেরা ক্রিকেটার শ্রেয়াস আইয়ার