পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার স্পিন বোলিং কোচ ভেট্টোরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০২ পিএম, ২০ মার্চ ২০২২
পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার স্পিন বোলিং কোচ ভেট্টোরি

পাকিস্তান সফর শুরুর আগেই নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরিকে দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেবার তিনি অজিদের এই দায়িত্ব নিতে অপরাগতা প্রকাশ করেছিলেন। শেষ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে অজিদের বোলিং কোচের দায়িত্ব পালনে সম্মত হয়েছেন ভেট্টোরি।

পাকিস্তান সফরে স্পিন বোলিং কোচ হিসেবে কাউকে না পেয়ে শেষ পর্যন্ত ফাওয়াদ আহমেদকে নিয়োগ দিয়েছিল সিএ। তবে তাতেও কাজ হয়নি অজিদের। এবার ড্যানিয়েল ভেট্টোরিকেই নিয়ে আসছে তারা।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে-টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দলের সাথে কাজ করবেন তিনি। তাকে নিয়োগের ব্যাপারটি নিশ্চিত করেছেন সিএ।

চলতি বছরের ২৯ মার্চ থেকে পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে স্পিন বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ড্যানিয়েল ভেট্টোরি। এই নিয়ে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়া দলের সাথে এই ভূমিকায় কাজ করবেন তিনি।

পেশাদার ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানানোর পর কোচিংকে বেছে নিয়েছেন ড্যানিয়েল ভেট্টোরি। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশ দলের বোলিং পরামর্শক হিসেবেও কাজ করেছেন সাবেক এই কিউই ক্রিকেটার। এছাড়াও ২০১৭ সালে অস্ট্রেলিয়া দলের ভারত সফরের সময়ও একই ভূমিকায় ছিলেন এই ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণাঙ্গভাবে কাজ না করলেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিতই কাজ করেন ভেট্টরি।

২৯ মার্চ থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং একমাত্র টি-টোয়েন্টি। সীমিত ওভারের সিরিজের সবগুলো ম্যাচই আয়োজিত হবে লাহোরেই।

আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১৩ টেস্টে ভেট্টোরির শিকার ৩৬২ উইকেট। আর ২৯৫ ওয়ানডে এবং ৩৪ টি-টোয়েন্টিতে তার শিকার যথাক্রমে ৩০৫ এবং ৩৫ উইকেট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 


শেয়ার করুন :


আরও পড়ুন

লাহোরেও একাদশে পরিবর্তন আনছে না অস্ট্রেলিয়া

লাহোরেও একাদশে পরিবর্তন আনছে না অস্ট্রেলিয়া

বার্মিংহাম ফোনিক্সের হেড কোচ হলেন ভেট্টোরি

বার্মিংহাম ফোনিক্সের হেড কোচ হলেন ভেট্টোরি

ভবিষ্যতের জন্য শাহীনকে প্রস্তুত করতে চান শন টেইট

ভবিষ্যতের জন্য শাহীনকে প্রস্তুত করতে চান শন টেইট

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেই সরফরাজ-ইমাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেই সরফরাজ-ইমাদ