অস্ট্রেলিয়ার সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ালেন জেফ ভন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৭ এএম, ১৪ এপ্রিল ২০২২
অস্ট্রেলিয়ার সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ালেন জেফ ভন

অস্ট্রেলিয়ার পুরুষ দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জেফ ভন। ঘরোয়া ক্রিকেটে রাজ্য দল রাজ্য দল তাসমানিয়া টাইগার্সের দায়িত্ব ফিরে যেতেই ভনের এমন দিদ্ধান্ত। অস্ট্রেলিয়ার প্রধান কোচ হিসেবে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের নিয়োগের পরপরই এমন সিদ্ধান্ত নিয়েছেন ভন।

এর আগেও তাসমানিয়ার কোচের দায়িত্বে ছিলেন ভন। পরে জাতীয় দল থেকে ডাকা হলে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেন সাবেক এই অজি ক্রিকেটার। পদত্যাগ নিয়ে একটি বিবৃতিতে বলেছেন, ‘সবকিছু যেভাবে কাজ করেছে তাতে আমি খুব ভাগ্যবান বোধ করছি।’

সাবেক এই ক্রিকেটার আরও বলেন, ‘আমি তাসমানিয়ার পুরো প্রোগ্রামের সাথে সংযুক্ত রয়েছি। আমি আমার কোচিং এবং নেতৃত্বের দক্ষতা বিকাশ অব্যাহত রেখেছি যাতে তাসমানিয়া টাইগারদের প্রোগ্রামের সার্বিকভাবে খেলোয়াড়দের জন্য উন্নতিতে সহায়তা করতে পারি।’

২০২১ সালের জুলাই মাসে মাইকেল ডি ভেনুটোর সাথে ভনকেও অস্ট্রেলিয়ার সহকারী কোচ নিযুক্ত করা হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ, অ্যাশেজ এবং পাকিস্তান সিরিজেও দলের সঙ্গে ছিলেন ভন। এখন তিনি তাসমানিয়ার ক্রিকেট গোছানোর দিকেই বরং নজর দিচ্ছেন।

ক্রিকেট তাসমানিয়ার সিইও ডমিনিক বেকার এক বিবৃতিতে বলেন, ‘আমাদের টাইগারস প্রোগ্রামের নেতৃত্বে জেফকে ফিরে পেয়ে আমরা রোমাঞ্চিত। আমরা এই ভূমিকার জন্য এমন একজনেক চেয়েছিলেম যে সংস্কৃতি বোঝে এবং মানিয়ে নিবে। কোনো সন্দেহ নেই যে জেফই এখানে যোগ্য।’

ভনের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা সবাই গ্রীষ্মে অস্ট্রেলিয়ান পুরুষ দলের উন্নতি দেখেছি। একটি ঝলমলে সাফল্য ছাড়া এ সম্পর্কে বলার মতো আর কিছুই নেই। মনে করিয়ে দেই, জেফ এর একটি অংশ ছিল।’

ভনের কোচিং ক্যারিয়ার ছোট হলেও বেশ সমৃদ্ধ। অস্ট্রেলিয়াকে কোচিং করানো ছাড়াও তাসমানিয়া টাইগার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং দক্ষিণ অস্ট্রেলিয়া দলকে কোচিং করিয়েছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যাকডোনাল্ডকে প্রধান কোচ নিয়োগ দিল ক্রিকেট অস্ট্রেলিয়া

ম্যাকডোনাল্ডকে প্রধান কোচ নিয়োগ দিল ক্রিকেট অস্ট্রেলিয়া

বাবরকে বিগ ব্যাশে মেলবোর্নে ভেড়াতে চান ফিঞ্চ

বাবরকে বিগ ব্যাশে মেলবোর্নে ভেড়াতে চান ফিঞ্চ

আত্মবিশ্বাস ও দলীয় বন্ধনে অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছি: ইমাম-উল-হক

আত্মবিশ্বাস ও দলীয় বন্ধনে অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছি: ইমাম-উল-হক

অস্ট্রেলিয়া বিশ্বকাপেই পাকিস্তান দলে ফিরতে চান মোহাম্মদ ইরফান

অস্ট্রেলিয়া বিশ্বকাপেই পাকিস্তান দলে ফিরতে চান মোহাম্মদ ইরফান