হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে আইসিইউতে নেদারল্যান্ডস কোচ রায়ান ক্যাম্পবেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৮ এএম, ১৯ এপ্রিল ২০২২
হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে আইসিইউতে নেদারল্যান্ডস কোচ রায়ান ক্যাম্পবেল

হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন নেদারল্যান্ডস পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ রায়ান ক্যাম্পবেল। অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। বর্তমানে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি।

জানা গেছে, শনিবার (১৬ এপ্রিল) পরিবারকে নিয়ে বাইরে যাওয়ার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন ক্যাম্পবেল। তখন তিনি শ্বাস-প্রশ্বাস নিতে সমস্যা অনুভব করলে জরুরী ভিত্তিতে তাকে হাস্পাতালে ভর্তি করা হয়।

সাংবাদিক ও ক্যাম্পবেলের পরিবারিক বন্ধু গ্যারেথ পার্কারের জানান, স্থানীয় সময় রবিবার পর্যন্ত ক্যাম্পবেলের অবস্থার কোনো উন্নতি হয়নি। তখনো হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। যদিও তিনি নিজ থেকে শ্বাস নেওয়ার চেষ্টা করেছিলেন।

সদ্যই নিউজিল্যান্ড সফর শেষ করে নেদারল্যান্ডসে ফিরে এসেছিলেন ক্যাম্পবেল। এক সপ্তাহ আগে তার নিজ শহর পার্থে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। হঠাৎ তার এই অবস্থা সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে।

ক্যাম্পবেল ২০১৭ সালের জানুয়ারিতে নেদারল্যান্ডসের কোচ হিসেবে নিযুক্ত হন। খেলোয়াড় হিসেবে তার ক্যারিয়ার বেশ চমকপ্রদ। খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে তিনি অস্ট্রেলিয়া এবং হংকং উভয় দলের হয়েই প্রতিনিধিত্ব করেন।

২০১৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে হংকংয়ের হয়ে মাঠে নেমেছিলেন ক্যাম্পবেল। তাতে সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাঠে নামার রেকর্ড গড়েন তিনি। ৪৪ বছর ৩০ দিন বয়সে হংকংয়ের হয়ে খেলতে নেমেছিলেন এই ডাচ কোচ।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

নিজের ক্যান্সার চিকিৎসাকে ‘সফল’ বলছেন ফন হাল

নিজের ক্যান্সার চিকিৎসাকে ‘সফল’ বলছেন ফন হাল

স্থগিত সিরিজ খেলতে জুলাইয়ে নেদারল্যান্ডস যাবে পাকিস্তান

স্থগিত সিরিজ খেলতে জুলাইয়ে নেদারল্যান্ডস যাবে পাকিস্তান

আনন্দ করতে গিয়ে গ্যালারিতে ‘অগ্নিকাণ্ড’ ঘটালো আয়াক্স সমর্থকরা

আনন্দ করতে গিয়ে গ্যালারিতে ‘অগ্নিকাণ্ড’ ঘটালো আয়াক্স সমর্থকরা

নারী সহকর্মীকে অনৈতিক বার্তা, বরখাস্ত সাবেক বার্সা তারকা

নারী সহকর্মীকে অনৈতিক বার্তা, বরখাস্ত সাবেক বার্সা তারকা