আঙুলে চিড় নিয়ে চট্টগ্রাম টেস্টে শঙ্কায় মিরাজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১১ এএম, ২৬ এপ্রিল ২০২২
আঙুলে চিড় নিয়ে চট্টগ্রাম টেস্টে শঙ্কায় মিরাজ

ফাইল ফটো

দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ থেকেই বাংলাদেশের পেস আক্রমণ কমে গেছে। ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে থেকে ছিটকে যাওয়া তাসকিন আহমেদ শ্রীলঙ্কা সিরিজেও ফিরতে পারেননি। এবার ঘরের মাঠে স্পিন আক্রমণেও শঙ্কা জাগলো। ডিপিএল খেলতে চোট পাওয়া মেহেদী হাসান মিরাজের আঙুলে চিড় ধরা পড়েছে। ফলে দুই সপ্তাহের জন্য মাঠে বাইরে ছিটকে গেছেন তিনি।

চট্টগ্রাম পর্ব দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে থেকে। প্রথম টেস্ট মাঠে গড়াতে এখনো দুই সপ্তাহের বেশি সময় বাকি থাকলেও মিরাজের খেলা নিয়ে সংশয় রয়ে গেছে। দুই সপ্তাহের বিশ্রাম শেষে জানা যাবে মিরাজের আঙুলের বাকি অবস্থা। সে ক্ষেত্রে স্কোয়াডে থাকা মিরাজকে প্রথম টেস্টে না পাওয়া শঙ্কা রয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরিও মিরাজকে নিয়ে এখনো চূড়ান্ত কিছু বলতে পারছেন না। তিনি বলেছেন, ‌মিরাজের ডান হাতে কনিষ্ঠ আঙুলের হাড় নড়ে গেছে, চিড়ও রয়েছে। নড়ে যাওয়া হাড় ঠিক জায়গায় বসানো হয়েছে। তবে দুই সপ্তাহের আহে আঙুলের অবস্থা সম্পর্কে বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, আপাতত আমরা ওকে দুই সপ্তাহের বিশ্রাম দিয়েছি। এ সময়টায় মিরাজ চাইলে শুধু পায়ের অনুশীলন করতে পারবে। দুই সপ্তাহ পর আঙুলের অবস্থা পর্যবেক্ষণ করবো। এরপর আসলে বলা যাবে সে খেলতে পারবে কি-না।

সিরিজের প্রথম টেস্টে খেলার সম্ভাবনা নিয়ে দেবাশিষ বলেন, প্রথম টেস্টে খেলতে পারা -না পারার শঙ্কা-সম্ভাবনা দুটোই আছে। সময় হলেই দেখা যাবে। দুই সপ্তাহ পর কী হতে পারে সেটা আমরা বলতে পারবো।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে রোববার বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলার সময় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের তামিম ইকবালের ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোটে পার মেহেদী মিরাজ। আঙুলের চোট হলেও মাঠেই লুটিয়ে পড়েন তিনি। ব্যথার পরিমাণ এতটাই বেশি ছিল যে উঠে দাঁড়াতেও পারছিলেন না তিনি।

এদিকে, দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মিরাজকে না পাওয়া গেছে বাংলাদেশের জন্য বড় ধাক্কাই বটে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে চোটের কারণে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। ১৬ সদস্যের স্কোয়াডে থাকা পেসার শরিফুল ইসলামকেও রাখা হয়েছে সুস্থ হওয়ার শর্ত দিয়ে। তবে দক্ষিণ আফ্রিকায় খেলতে না পারা সাকিব আল হাসার দুই টেস্টেই রয়েছেন।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের স্বপ্ন এখন এশিয়া কাপ, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া: মিরাজ

বাংলাদেশের স্বপ্ন এখন এশিয়া কাপ, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া: মিরাজ

শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াড দেওয়ার দিনে ইনজুরিতে মুশফিক-মিরাজ

শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াড দেওয়ার দিনে ইনজুরিতে মুশফিক-মিরাজ

বলের আঘাতে মাঠের বাইরে মিরাজ!

বলের আঘাতে মাঠের বাইরে মিরাজ!

ওয়ানডে র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে মিরাজ

ওয়ানডে র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে মিরাজ