বলের আঘাতে মাঠের বাইরে মিরাজ!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ১০ এপ্রিল ২০২২
বলের আঘাতে মাঠের বাইরে মিরাজ!

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের শুরুতেই বলের আঘাত পেয়ে মাঠ ছাড়তে হলো মেহেদী হাসান মিরাজকে। পয়েন্টে দাঁড়িয়ে ক্যাচ ধরতে গিয়েও অন্য দিকে তাকিয়ে থাকা মিরাজের বুকে আঘাত করে বল। তাৎক্ষণিক মাটিয়ে লুটিয়ে পড়া মিরাজকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়।

ঘটনাটি ঘটে দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই। এবাদত হোসেনের করা ওভারের দ্বিতীয় বলে ব্যাট করছিলেন সরেল এরউই। সজোরে হাঁকানো ব্যাটিংয়ে পয়েন্টে দাঁড়ানো মিরাজের কাছে ক্যাচ যায়। তবে প্রথম দিকে বলের গতি বুঝতে পারলেও হঠাৎই বাম দিকে তাকিয়ে থাকা মিরাজের বুকে আঘাত করে বল।

বলের আঘাতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে বেশ কয়েকবার গড়াগড়ি দেন মিরাজ। পরে মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়। তবে কিছুক্ষণ পর ইনিংসের চতুর্থ ওভারে আবারও মাঠে ফিরেন তিনি।

এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৪৫৩ রানের জবাবে ২১৭ রানেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন মুশফিকুর রহিম। এছাড়া তামিম ইকবাল ৪৭, নাজমুল হাসান শান্ত ৩৩, ইয়াসির আলি রাব্বি ৪৬ রান করেন।

টাইগারদের ২১৭ রানে গুটিয়ে দিয়ে ২৩৬ রানের লিড পেলেও বাংলাদেশকে ফলোঅন করায়নি দক্ষিণ আফ্রিকা। রানের সংগ্রহ বাড়াতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে স্বাগতিকরা।

সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে ফলোঅন এড়ালেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার বড় হারের লজ্জা পায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৫৩ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রোটিয়াদের অর্ধেক রানও করতে পারলো না বাংলাদেশ

প্রোটিয়াদের অর্ধেক রানও করতে পারলো না বাংলাদেশ

৪৫৩ রানে থামলো দক্ষিণ আফ্রিকা

৪৫৩ রানে থামলো দক্ষিণ আফ্রিকা

টেস্টে তাইজুলের দশম পাঁচ উইকেট

টেস্টে তাইজুলের দশম পাঁচ উইকেট