ইংল্যান্ড টেস্ট দলে লিভিংস্টোনকে দেখতে চান পিটারসেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ০৭ মে ২০২২
ইংল্যান্ড টেস্ট দলে লিভিংস্টোনকে দেখতে চান পিটারসেন

রঙিন পোশাকে নিজেকে চিনিয়েছেন ইংলিশ ব্যাটার লিয়াম লিভিংস্টোন। ভয়-ডরহীন ক্রিকেটে বেশ নজর কেড়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) নিজেকে প্রমাণ করেছেন লিভিংস্টোন। এবার তাকে টেস্ট দলে দেখতে চান ইংল্যান্ডের সাবেক ব্যাটার কেভিন পিটারসেন।

আইপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন লিভিংস্টোন। তিন-চার নম্বরে ব্যাট করে দলের পরিস্থিতি অনুযায়ী ব্যাট করছেন। টেস্ট ক্রিকেটেও দারুণ কার্যকরী হবে বলে বিশ্বাস করেন পিটারসেন।

তিনি বলেন, “সে (লিভিংস্টোন) চাপের মধ্যে খেলতে অভ্যস্ত এবং সে এটা পছন্দ করে। তাকে টেস্ট দলে (ইংল্যান্ড) পাঁচ-ছয় নম্বরে দেখতে চাই। সে দ্রুত ম্যাচের চিত্র বদলে দিতে পারে।”

তিনি আরও বলেন, “লিভিংস্টোনের মতো প্রতিভাবানকে ইংল্যান্ড দলে নেয়ার এখনই উপযুক্ত সময়। সে একজন মারকুটে ব্যাটার এবং সে যেভাবে ব্যাটিং করে তা আমি উপভোগ করি।”

ইংল্যান্ডের হয়ে তিন ওয়ানডে এবং ১৭ টি-টোয়েন্টি খেলেছেন লিভিংস্টোন। এই সময়ে দুই ফরম্যাটে তার ব্যাট থেকে এসেছে যথাক্রমে ২০ এবং ২৩৫ রান।

প্রথম শ্রেণির ক্রিকেটেও বেশ উজ্জ্বল লিভিংস্টোনের পারফর্মেন্স। কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলে লিভিংস্টোন এখন পর্যন্ত ৬২ প্রথম শ্রেণির ম্যাচে ৩৮ দশমিক ৩৬ গড়ে করেছেন ৩ হাজার ৬৯ রান। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডের হেড কোচ হওয়ার দৌড়ে ম্যাককালাম

ইংল্যান্ডের হেড কোচ হওয়ার দৌড়ে ম্যাককালাম

কাউন্টিতে ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিলেন স্টোকস

কাউন্টিতে ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিলেন স্টোকস

‘নিঃস্বার্থ ক্রিকেটার’ নিয়ে দল সাজাতে চান স্টোকস

‘নিঃস্বার্থ ক্রিকেটার’ নিয়ে দল সাজাতে চান স্টোকস

আবারও সেঞ্চুরি হাঁকালেন অ্যালিস্টার কুক!

আবারও সেঞ্চুরি হাঁকালেন অ্যালিস্টার কুক!