সেপ্টেম্বরে ভারতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ১০ মে ২০২২
সেপ্টেম্বরে ভারতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজ খেলবে ভারত এবং অস্ট্রেলিয়া। সিরিজের সফরসূচি এখনও চূড়ান্ত করেনি দুই বোর্ড।

চলতি বছরের ঘরের মাঠে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডকে আতিথ্য দিবে অস্ট্রেলিয়া। এই চার দলকে নিজেদের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অজিরা। এই চার সিরিজের পাশাপাশি ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অ্যারন ফিঞ্চের দল।

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে নিজেদের ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে সিএ। এই বিশ্বকাপকে সামনে রেখেই এই সিরিজ খেলতে আগ্রহী দুই দল। বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যম।

চলতি বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা সফর করবে অস্ট্রেলিয়া দল। এই সফরে দুইটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দলটি। এই সফরের পরেই ঘরের মাঠে জিম্বাবুয়ে এবং নিউজিল্যান্ডকে আতিথ্য দিবে অজিরা। এই সফর শেষেই ভারতের বিপক্ষে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

চলতি বছর টি-টোয়েন্টি সিরিজ ছাড়াও ২০২৩ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজটি ভারতের মাটিতে আয়োজিত হবে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর শেষে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই সিরিজ শেষেই ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে রোহিত শর্মা বাহিনী। এরপরেই অজিদের বিপক্ষে নিজেদের মাঠে সিরিজ খেলবে দলটি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্রাম নয়, কোহলিকে খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দিলীপ ভেংসরকারে

বিশ্রাম নয়, কোহলিকে খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দিলীপ ভেংসরকারে

আইপিএলে কোহলির ব্যাটে শুধুই শূন্যতা

আইপিএলে কোহলির ব্যাটে শুধুই শূন্যতা

কোহলি নয়, বাবরকে এগিয়ে রাখলেন আকিব জাভেদ

কোহলি নয়, বাবরকে এগিয়ে রাখলেন আকিব জাভেদ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহ’র সাথে উমরানকে চান হরভজন

টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহ’র সাথে উমরানকে চান হরভজন