ম্যাককালামের ডাকেও টেস্টে ফিরছেন না আদিল রশিদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২১ পিএম, ০৭ জুন ২০২২
ম্যাককালামের ডাকেও টেস্টে ফিরছেন না আদিল রশিদ

অ্যাশেজ হারের পর ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট ও কোচের পদে এসেছে পরিবর্তন। ইংলিশদের টেস্ট দলে কোচ ক্রিস সিলভারউডের স্থলাভিষিক্ত হয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। কোচ হিসেবে এসেই মঈন আলি ও আদিল রশিদকে ফেরানোর পরিকল্পনা করেছেন। সেই ডাকের পরও ইংল্যান্ডের হয়ে সাদা পোশাকে ফেরার পরিকল্পনা করছেন না স্পিনার আদিল রশিদ।

সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডে স্পিন আক্রমণের অন্যতম ভরসা আদিল রশিদ। কাঁধের ইনজুরির কারণে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে আছেন এই লেগ স্পিনার। ম্যাককালামের ডাকে সাড়া দিয়ে আবারো টেস্টে ফিরতে পারেন, সবার এমন ভাবনা ছিল। তবে রশিদ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এখনই টেস্ট দলে ফিরছেন না তিনি।

মূলত কাঁধের ইনজুরির কারণে ২০১৯ সালের পর আর টেস্ট কিংবা প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেননি আদিল রশিদ। সেই সময় জানিয়েছিলেন ইনজুরির পরিস্থিতির উপর নির্ভর করবে তার দলে ফেরার বিষয়টি। শেষ পর্যন্ত সুযোগ আসলেও সেই পথে পা বাড়াচ্ছেন না রশিদ।

টেস্ট দলে না ফিরলেও অবসরের ভাবনা নিজের মধ্যে রাখছেন না এই ক্রিকেটার। বরং আরো একবার টেস্ট দলে ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছেন।

বলেন, “ব্রেন্ডন (ম্যাককালাম) আমার সাথে যোগাযোগ করেছিল। বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। তবে আমি এখনই টেস্ট দলে ফিরছি না।  এখনো অবসর নেইনি। ভবিষ্যতে যেকোনো কিছু হতে পারে। সব ক্রিকেটারই টেস্ট খেলতে চায় এবং আমিও ভিন্ন না।”

সাদা পোশাকে ফেরার সম্ভাবনা না থাকলেও ইংল্যান্ডের নতুন অধিনায়ক ও কোচকে বেশ উচ্ছ্বসিত আদিল রশিদ। বলেন, “যখন নতুন কিছু হয়, সেটা নিয়ে আমি সবসময়ই উচ্ছ্বসিত থাকি। বেন (স্টোকস) ও ব্রেন্ডন (ম্যাককালাম) দুইজনই আগ্রাসী মনোভাবে। আশা করি, ইংল্যান্ডের জন্য ভালো কিছুই হবে।”

ইংল্যান্ড দলে আদিল রশিদ না ফিরলেও ফেরার পথে রয়েছেন মঈন আলি। লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেও অবসর ভেঙে ফিরতে রাজি হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন ইংলিশ গণমাধ্যম।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ইনজুরিতে শেষ গ্র্যান্ডহোমের ইংল্যান্ড সফর

ইনজুরিতে শেষ গ্র্যান্ডহোমের ইংল্যান্ড সফর

ভাইটালিটি ব্লাস্টে একই ম্যাচে দুই স্বেচ্ছা আউট দেখলো ক্রিকেট বিশ্ব

ভাইটালিটি ব্লাস্টে একই ম্যাচে দুই স্বেচ্ছা আউট দেখলো ক্রিকেট বিশ্ব

আমার শরীরে অধিনায়কত্বের বাজে প্রভাব পড়েছিল: রুট

আমার শরীরে অধিনায়কত্বের বাজে প্রভাব পড়েছিল: রুট

টেন্ডুলকারকে ছাড়াবেন রুট: মার্ক টেলর

টেন্ডুলকারকে ছাড়াবেন রুট: মার্ক টেলর