ইউরোপ সফরে নিউজিল্যান্ডের সীমিত ওভারের দলে তিন নতুন মুখ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১০ পিএম, ২১ জুন ২০২২
ইউরোপ সফরে নিউজিল্যান্ডের সীমিত ওভারের দলে তিন নতুন মুখ

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের পর আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের সাথে সীমিত ওভারে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এই সিরিজকে সামনে রেখে নিউজিল্যান্ড নিজের রঙিন পোশাকের স্কোয়াড ঘোষণা করেছে। এই সিরিজের দলে ডাক পেয়েছেন চায়নাম্যান স্পিনার মাইকেল রিপনসহ তিন নতুন মুখ।

নিউজিল্যান্ডের সীমিত ওভারে সিরিজ সবচেয়ে বড় চমক চায়নাম্যান স্পিনার মাইকেল রিপন। দক্ষিণ আফ্রিকায় জন্ম দেওয়া নেদারল্যান্ডসের হয়ে ৩১ ম্যাচ খেলা রিপন। এবার ডাচদের বিপক্ষে নিউজিল্যান্ডের হয়ে খেলবেন।

মাইকেল রিপন ছাড়াও দলে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার ডেন ক্লেভার। ইংল্যান্ডে কিউই টেস্ট দলের সাথে আছেন তিনি। এছাড়াও টি-টোয়েন্টি ফরম্যাট খেলা গ্লেন ফিলিপস নিউজিল্যান্ডের ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন।

ইংল্যান্ড সফরের পরপরই আয়ারল্যান্ডে যাবে তাদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে। এই সফরে ওয়ানডে সিরিজের পর কিউই স্কোয়াডের পাঁচ ক্রিকেটার দেশে ফিরে যাবেন। তারা হলেন- টম লাথাম, জ্যাকব ডুফি, ম্যাট হেনরি, হেনরি নিকোলস ও উইল ইয়ং।

আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজ এবং নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড সিরিজের দলে এই পাঁচ ক্রিকেটারের বদলি হিসেবে আরও যোগ দিবেন পাঁচ জন। তারা হলেন- মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, জিমি নিশাম, মাইকেল রিপন ও বেন সিয়ার্স।

চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত হওয়া নেদারল্যান্ডস-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে ডাচদের হয়ে খেলেছিলেন মাইকেল রিপন। এর মাস দুয়েক না পেরোতেই নিউজিল্যান্ড দলে ডাক পেলেন তিনি।

নিউজিল্যান্ডের পাসপোর্ট থাকায় তার জাতীয় দলে খেলতে কোনো অসুবিধা নেই। তার খেলতে পারার বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

আয়ারল্যান্ড সফরে নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড
টম লাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, মিচেল ব্রেসওয়েল, ডেন ক্লেভার, জ্যাকব ডুফি, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, হেনরি নিকোলস, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মিচেল সান্টনার, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।

স্কটল্যান্ড-নেদারল্যান্ডস সিরিজে নিউজিল্যান্ড স্কোয়াড
মিচেল সান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মিচেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেন ক্লেভার, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মাইকেল রিপন, বেন সিয়ার্স, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডে করোনার আক্রমণে বিপর্যস্ত নিউজিল্যান্ড স্কোয়াড

ইংল্যান্ডে করোনার আক্রমণে বিপর্যস্ত নিউজিল্যান্ড স্কোয়াড

অবিশ্বাস্য জয়ের পর জরিমানা ও পয়েন্ট খোয়ালো ইংল্যান্ড

অবিশ্বাস্য জয়ের পর জরিমানা ও পয়েন্ট খোয়ালো ইংল্যান্ড

ইনজুরিতে ইংল্যান্ডে তৃতীয় টেস্টের নেই জেমিসন 

ইনজুরিতে ইংল্যান্ডে তৃতীয় টেস্টের নেই জেমিসন 

ট্রেন্ট ব্রিজ জয়ের পুনরাবৃত্তি শুধু ইংল্যান্ডই ঘটাতে পারবে: স্টোকস

ট্রেন্ট ব্রিজ জয়ের পুনরাবৃত্তি শুধু ইংল্যান্ডই ঘটাতে পারবে: স্টোকস