ইনজুরিতে ইংল্যান্ডে তৃতীয় টেস্টের নেই জেমিসন 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৫ জুন ২০২২
ইনজুরিতে ইংল্যান্ডে তৃতীয় টেস্টের নেই জেমিসন 

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যেই সিরিজ হার নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। হেডিংলিতে সিরিজের শেষ ও তৃতীয় টেস্টে মাঠে নামার আগে দলটিতে হানা দিয়েছে ইনজুরি। এই কারণে সিরিজের শেষ ম্যাচে পেসার কাইল জেমিসনকে দলে পাবে না নিউজিল্যান্ড। বিষয়টি নিশ্চিত করেছে কিউই টিম ম্যানেজমেন্ট।

ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে পিঠের নিচের দিকে ব্যথা পান পেসার কাইল জেমিসন। এরপর আর মাঠে নামেননি এই পেসার। ম্যাচ শেষে করানো এমআরই স্ক্যানে জানা যায় চোটের কারণে তিনি শেষ টেস্টে খেলতে পারবেন না।

কাইল জেমিসনের ছিটকে যাওয়ার দিনে পেসার ব্লেয়ার টিকনারকে দলে ডেকেছে নিউজিল্যান্ড। তৃতীয় টেস্টের আগেই দলের সাথে যোগ দিবেন তিনি। এছাড়াও স্কোয়াডে আছেন অভিজ্ঞ পেসার নেইল ওয়াগনার।

চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন এই পেসার। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরের আগে মাঠে ফিরতে পারবেন না তিনি।

ইনজুরিতে পড়ার আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে মোটেও ভালো সময় কাটাননি জেমিসন। দুই টেস্টের তিন ইনিংসে মাত্র ৬ উইকেট শিকার করেছিলেন। দলকেও এনে দিতে পারেননি কোনো জয়।

জেমিসন তৃতীয় টেস্টের একাদশে না থাকলেও ফিরতে পারেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দ্বিতীয় টেস্টে  তিনি ছিলেন না। তার বদলি হিসেবে অধিনায়কের দ্বায়িত্বভার সামলেছিলেন টম লাথাম।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ট্রেন্ট ব্রিজ জয়ের পুনরাবৃত্তি শুধু ইংল্যান্ডই ঘটাতে পারবে: স্টোকস

ট্রেন্ট ব্রিজ জয়ের পুনরাবৃত্তি শুধু ইংল্যান্ডই ঘটাতে পারবে: স্টোকস

ইনজুরিতে শেষ গ্র্যান্ডহোমের ইংল্যান্ড সফর

ইনজুরিতে শেষ গ্র্যান্ডহোমের ইংল্যান্ড সফর

নিউজিল্যান্ডের নারী ক্রিকেটারদের নতুন হেড কোচ বেন সাওয়ের

নিউজিল্যান্ডের নারী ক্রিকেটারদের নতুন হেড কোচ বেন সাওয়ের

দ্বিতীয়বার ‘কনকাশন সাব’ অভিষেক দেখলো ক্রিকেট বিশ্ব

দ্বিতীয়বার ‘কনকাশন সাব’ অভিষেক দেখলো ক্রিকেট বিশ্ব