কাউন্টিতে ল্যাঙ্কাশায়ারে খেলবেন ওয়াশিংটন সুন্দর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২২ জুন ২০২২
কাউন্টিতে ল্যাঙ্কাশায়ারে খেলবেন ওয়াশিংটন সুন্দর

ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে ভারতীয় দলের বাইরে আছেন স্পিন বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। ইনজুরি কাটিয়ে রিহ্যাব প্রক্রিয়ায় থাকা ওয়াশিংটন সুন্দরকে নিজেদের দলে চেয়েছে কাউন্টি দল ল্যাঙ্কাশায়ার। শেষ পর্যন্ত দলটির হয়ে খেলার অনুমতি পেলে কাউন্টি দিয়েই প্রতিযোগীতামূলক ক্রিকেটে ফিরবেন তিনি।

ওয়াশিংটন সুন্দর চলতি ২০২২ সালে কাউন্টি ক্রিকেটে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে খেলার সুযোগ পাচ্ছেন। কাউন্টি চ্যাম্পিয়নশিপে চেতেশ্বর পূজারা সাসেক্সের হয়ে খেলেছিলেন।

চলতি বছরের জুলাইয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে বাকি থাকা ম্যাচগুলোতে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলবেন ওয়াশিংটন সুন্দর। এছাড়াও কাউন্টির ওয়ানডে টুর্নামেন্ট রয়্যাল লন্ডন কাপেও খেলবেন তিনি।

২০২১ সালের জুলাইয়ে হাতের ইনজুরিতে পড়েছিলেন ওয়াশিংটন সুন্দর। এই কারণে সর্বশেষ ইংল্যান্ড সফরে টেস্ট না খেলেই ফিরে আসতে হয়েছিল। এমনকি ইনজুরির কারণে আইপিএলের ১৪তম আসরের দ্বিতীয় অংশও মিস করেছিলেন এই ক্রিকেটার।

ল্যাঙ্কাশায়ারের ভারতীয় ক্রিকেটার দলে নেওয়ার ভাগ্যটাও খুব একটা ভালো নয়। সর্বশেষ ২০২১ সালে শ্রেয়াস আইয়ারকে দলে নিয়েছিল তারা। তবে ইনজুরির কারণে দলটির হয়ে একটি ম্যাচও খেলতে পারেননি আইয়ার। এবার ইনজুরিমুক্ত হওয়া সুন্দরকে দলে নিয়েছে তারা।

বর্তমান কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানে আছে ল্যাঙ্কাশায়ার। ১০৮ পয়েন্ট নিয়ে ডিভিশন ওয়ানে তাদের অবস্থান তিন নম্বরে। শীর্ষ দুইয়ে আছে সারে ও হ্যাম্পশায়ার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

বর্ণবাদের অভিযোগে জরিমানার কবলে কাউন্টি দল ইয়র্কশায়ার

বর্ণবাদের অভিযোগে জরিমানার কবলে কাউন্টি দল ইয়র্কশায়ার

শাহীন আফ্রিদির বাবার নামে বৃত্তি চালু করলো লাহোর কালান্দার্স

শাহীন আফ্রিদির বাবার নামে বৃত্তি চালু করলো লাহোর কালান্দার্স

নিজেকে ফরম্যাটের গণ্ডিতে আটকাতে চান না শান মাসুদ

নিজেকে ফরম্যাটের গণ্ডিতে আটকাতে চান না শান মাসুদ

টানা ছয় ‘ডাক’, রেকর্ডবুকে নাথান গিলক্রিস্ট

টানা ছয় ‘ডাক’, রেকর্ডবুকে নাথান গিলক্রিস্ট