আড়াই মাসের আইপিএলে আইসিসির আপত্তি নেই: জয় শাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৭ পিএম, ২৯ জুন ২০২২
আড়াই মাসের আইপিএলে আইসিসির আপত্তি নেই: জয় শাহ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সংখ্যা আট থেকে বেড়ে হয়েছে ১০টি। স্বাভাবিক ভাবেই বেড়েছে টুর্নামেন্টের সময়সীমাও। গুঞ্জন আছে ২০২৪ সাল থেকে শুরু হতে যাওয়া নতুন এফটিপিতে আইপিএলের জন্য আড়াই মাসের জন্য স্লট রাখবে আইসিসি। এই নিয়ে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জয় শাহ।

বিশ্বের সব ক্রিকেট খেলুড়ে দেশের তারকা ক্রিকেটাররা যেন আইপিএলে খেলতে পারেন সেই লক্ষ্যেই আড়াই মাস ধরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সচিব জয় শাহ।

তিনি আরও জানিয়েছেন, টুর্নামেন্টে দলসংখ্যা বাড়ানোর কোনো চিন্তা ভাবনা করছে না বিসিসিআই। দল সংখ্যা বাড়লে টুর্নামেন্টের মান খারাপ হওয়ার শঙ্কা আছে বলেও জানান তিনি।

আড়াই মাসের আইপিএল স্লট রাখতে আইসিসির সাথে আলোচনা চলছে জানিয়ে জয় শাহ বলেন, “আইপিএলের জন্য বিশেষ সময়সূচি বের করতে আইসিসি এবং অন্যান্য ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আপনাদের একটি বিষয় নিশ্চিত করতে পারি, আইসিসির পরবর্তী ভবিষ্যৎ সফরসূচিতে (এফটিপি) আড়াই মাস সময় বরাদ্দ থাকবে, যেন বিশ্বের শীর্ষ খেলোয়াড়েরা অংশ নিতে পারে।”

এই টুর্নামেন্ট থেকে ক্রিকেটাররা উপকৃত হচ্ছে বলেও জানান তিনি। বলেন, “এ টুর্নামেন্ট থেকে তো সবাই উপকৃত হচ্ছে...আইসিসি ও অন্যান্য সহযোগী বোর্ডের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি।”

১০ দলের এই টুর্নামেন্টে বর্তমানে ৭৪ ম্যাচ আয়োজিত হয়। তবে ২০২৭ সাল থেকে ম্যাচ সংখ্যা ৯৪ টিতে উন্নীত করবে বিসিসিআই। এই সময় থেকেই আইপিএলের সময়সীমা আড়াই মাসে যাবে বলেও জানান তিনি।

আইপিএলের সময়সীমা বাড়লে তা ভারতীয় দলের আন্তর্জাতিক ম্যাচে কোনো প্রভাব পড়বে না বলেও নিশ্চিত করেছেন জয় শাহ। বলেন, “বিসিসিআই আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সেটি শুধু ভারত বনাম ইংল্যান্ড কিংবা ভারত বনাম অস্ট্রেলিয়ার মতো জমকালো সিরিজের জন্য নয়। আমরা এমন একটি সূচি তৈরি করতে চাই, যেখানে নিয়মিত দ্বিপক্ষীয় সিরিজ খেলার মাধ্যমে সহযোগী দেশগুলোকে সাহায্য করাই হবে লক্ষ্য।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল আমাদের জন্য বড় স্বপ্ন: বালবির্নি

আইপিএল আমাদের জন্য বড় স্বপ্ন: বালবির্নি

সাড়ে পাঁচ বিলিয়ন ডলারে বিক্রি হলো আইপিএলের সম্প্রচার স্বত্ব

সাড়ে পাঁচ বিলিয়ন ডলারে বিক্রি হলো আইপিএলের সম্প্রচার স্বত্ব

ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়ে আইপিএলের আয় বেশি: সৌরভ গাঙ্গুলি

ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়ে আইপিএলের আয় বেশি: সৌরভ গাঙ্গুলি

আইপিএল আমার ব্যাটিং বদলে দিয়েছে: মিলার

আইপিএল আমার ব্যাটিং বদলে দিয়েছে: মিলার