ফ্রাঞ্চাইজি লিগকে প্রাধান্য দিতে টি-টোয়েন্টি সিরিজ কমানোর পক্ষে শাস্ত্রী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২১ জুলাই ২০২২
ফ্রাঞ্চাইজি লিগকে প্রাধান্য দিতে টি-টোয়েন্টি সিরিজ কমানোর পক্ষে শাস্ত্রী

জাতীয় দল নাকি ফ্রাঞ্চাইজি ক্রিকেট? কোনটা প্রাধান্য দিবে ক্রিকেটাররা, এমন প্রশ্নের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিপাক্ষীয় সিরিজে টি-টোয়েন্টি কমানোর পক্ষে মত দিয়েছে ভারতের সাবেক অধিনায়ক ও কোচ রবি শাস্ত্রী। তার মতে টি-টোয়েন্টির জন্য সবদেশেই আছে বিভিন্ন ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ।

বিশ্বজুড়ে বিভিন্ন দেশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ। সেই লিগগুলোতে খেলছেন বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা। ফ্রাঞ্চাইজি লিগের পাশাপাশি জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ ক্রিকেটারদের করে তুলছে ক্লান্ত। সেই ক্লান্তি কাটাতে যেকোনো এক ফরম্যাট কিংবা আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিচ্ছেন অনেক ক্রিকেটাররা।

তবে ক্রিকেটারদের চাপমুক্ত করতে দ্বিপাক্ষীয় সিরিজে টি-টোয়েন্টি ম্যাচ কমানোর পক্ষে মত দিয়েছেন রবি শাস্ত্রী। তার মতে, ক্রিকেটারদের উপর চাপ কমাতে এটা মূখ্য ভূমিকা পালন করবে।

এই বিষয়ে রবি শাস্ত্রীর ভাষ্য, “দ্বিপাক্ষীয় সিরিজ কমাতে হবে, বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে। কারণ, ভারত-পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মতো দেশগুলোতে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ হচ্ছে। সেগুলোতেই ক্রিকেটারদের মনোযোগ বেশি থাকে।”

এছাড়াও ফুটবলের মতো ক্রিকেটকেও ক্লাব কেন্দ্রিক করার একটি প্রস্তাবনাও তুলে ধরেছেন রবি শাস্ত্রী। বলেন, “এখন দ্বিপাক্ষীয় সিরিজ কমানোর সময় এসে গেছে। অল্প সংখ্যক দ্বিপাক্ষীয় সিরিজ খেলে ক্রিকেটাররা এখন বিশ্বকাপের প্রতি লক্ষ্য রাখবে। তাতে বিশ্বকাপের আমেজ অনেক বাড়বে।”

এছাড়াও টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে পূর্ণ শক্তির দেশগুলোকে দুই স্তরে ভাগ করার পরামর্শও দিয়েছেন রবি শাস্ত্রী। তিনি বলেন, “র‍্যাঙ্কিংয়ের প্রথম ছয় দেশ প্রথম স্তর ও বাকি ছয় দেশ দ্বিতীয় স্তরে খেলবে। তাদের মধ্যে অবনমন ও উন্নতি হবে। তাতে টেস্ট ক্রিকেটের প্রতিদ্বন্দ্বীতা বাড়বে।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ফর্মে ফিরতে জিম্বাবুয়ে খেলবেন কোহলি

ফর্মে ফিরতে জিম্বাবুয়ে খেলবেন কোহলি

কাউন্টি ক্রিকেটে পূজারার রেকর্ড তৃতীয় দ্বিশতক

কাউন্টি ক্রিকেটে পূজারার রেকর্ড তৃতীয় দ্বিশতক

দক্ষিণ আফ্রিকায় ফ্রাঞ্চাইজি লিগের ৬ দলের মালিকানায় ভারতীয়রা!

দক্ষিণ আফ্রিকায় ফ্রাঞ্চাইজি লিগের ৬ দলের মালিকানায় ভারতীয়রা!

বড় দলগুলোর বিপক্ষে বেশি ম্যাচ চান আইরিশ অধিনায়ক

বড় দলগুলোর বিপক্ষে বেশি ম্যাচ চান আইরিশ অধিনায়ক