পাপুয়া নিউগিনি-ভানুয়াতুর ক্রিকেট উন্নয়নে কাজ করবে অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১৯ আগস্ট ২০২২
পাপুয়া নিউগিনি-ভানুয়াতুর ক্রিকেট উন্নয়নে কাজ করবে অস্ট্রেলিয়া

ওশেনিয়া মহাদেশে ক্রিকেট মানেই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের জয়জয়কার। তাসমানপাড়ের দেশগুলোতে ক্রিকেটকে আরও বেশি জনপ্রিয় করে তুলতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এরই অংশ হিসেবে পাপুয়া নিউগিনি ও ভানুয়াতুর সাথে কাজ করতে চায় অস্ট্রেলিয়া। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে সিএ।

২০২১ সালে ওমান-আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়ে আলোচনায় এসেছিল পাপুয়া নিউগিনি। অবশ্য অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পায়নি দলটি।

এরপরেই তাদের ক্রিকেট উন্নয়নে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দেশটির পাশাপাশি ভানুয়াতুর সাথেও কাজ করবে দেশটি।

মূলত অস্ট্রেলিয়া সরকার ও ওই দুই দেশের সরকারের মধ্যকার চুক্তির অংশ হিসেবে এই দুই দেশের সাথে ক্রিকেট উন্নয়নে কাজ করবে সিএ। এর অংশ হিসেবে অস্ট্রেলিয়ার কাউন্টি ক্রিকেট চ্যাম্পিয়নশিপে খেলবে পাপুয়া নিউগিনি ও ভানুয়াতু।

এছাড়াও দেশটির বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়নেও কাজ করবে অস্ট্রেলিয়া। পাশাপাশি নারী ক্রিকেটকে এগিয়ে নিতেও কাজ করবে দেশটি।

চুক্তির অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিভিন্ন দলও দুই দেশে ক্রিকেটীয় সফর করবে। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ঠিক কতদিনের জন্য এই চুক্তি করা হয়েছে তা অবশ্য এখনও জানা যায়নি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ

২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ

সূর্যকুমারের মধ্যে এবিডি ভিলিয়ার্সের সামর্থ্য দেখছেন পন্টিং

সূর্যকুমারের মধ্যে এবিডি ভিলিয়ার্সের সামর্থ্য দেখছেন পন্টিং

২০৩২ ব্রিসবেন অলিম্পিকে ক্রিকেট চায় অস্ট্রেলিয়া

২০৩২ ব্রিসবেন অলিম্পিকে ক্রিকেট চায় অস্ট্রেলিয়া

ধারাভাষ্যে চার দশকের ক্যারিয়ারের ইতি টানলেন ইয়ান চ্যাপেল

ধারাভাষ্যে চার দশকের ক্যারিয়ারের ইতি টানলেন ইয়ান চ্যাপেল