করোনামুক্ত দ্রাবিড় যাচ্ছেন আরব আমিরাতে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫১ পিএম, ২৮ আগস্ট ২০২২
করোনামুক্ত দ্রাবিড় যাচ্ছেন আরব আমিরাতে

এশিয়া কাপের আগে ভারতীয় দলে হানা দিয়েছিল করোনা। দলের সাথে মরুর দেশের বিমান ধরতে পারেননি রাহুল দ্রাবিড়। বদলি হিসেবে ভিভিএস লক্ষ্মণকে হেড কোচ করে পাঠিয়েছিল। টুর্নামেন্টে মাঠে নামার আগেই করোনামুক্ত হয়ে দলের সাথে যোগ দিতে আরব আমিরাতের বিমান ধরেছেন রাহুল দ্রাবিড়। 

রোববার (২৮ আগস্ট) চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচের আগের দিন শনিবার (২৭ আগস্ট) সুখবর দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দ্রাবিড় দলে যোগ দেওয়ায় দেশে ফিরে যাবেন লক্ষ্মণ।

জিম্বাবুয়ে সফরে ভারতীয় দলে হেড কোচের দায়িত্ব পালন করেছিলেন লক্ষ্মণ। রাহুল দ্রাবিড় করোনা আক্রান্ত হওয়ায় লক্ষ্মণের উপরই ভরসা রেখেছিল বিসিসিআই। এবার দ্রাবিড় যোগ দেওয়ায় তাকে ফিরতে হবে দেশে।

২৩ আগস্ট করোনা আক্রান্ত হওয়ায় ভারতীয় দলের সাথে আরব আমিরাতের বিমান ধরতে পারেননি রাহুল দ্রাবিড়। ফলে জিম্বাবুয়ে থেকে দেশে ফেরার পথে দুবাইয়ে থাকা লক্ষ্মণকে আরব আমিরাতে থাকতে বলে বিসিসিআই।

সেই সময় বিসিসিআইয়ের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছিল, করোনা নেগেটিভ হলে দলের সাথে যোগ দিবেন হেড কোচ। এবার তাকে সেখানে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

সর্বশেষ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় বোর্ড হেড কোচ রবি শাস্ত্রীর সাথে নতুন করে চুক্তির মেয়াদ বাড়ায়নি। শাস্ত্রীর স্থলাভিষিক্ত হন রাহুল দ্রাবিড়। তার অধীনে ঘরের মাঠে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছিল ভারত। এবার এশিয়া কাপ ও বিশ্বকাপে সাফল্য পাওয়ার অপেক্ষা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলির চোখে সময়ের সেরা ব্যাটার বাবর

কোহলির চোখে সময়ের সেরা ব্যাটার বাবর

বিরতির এক মাস ব্যাট ছুঁয়ে দেখেননি কোহলি

বিরতির এক মাস ব্যাট ছুঁয়ে দেখেননি কোহলি

এশিয়া কাপে ‘অনন্য’ সেঞ্চুরির সামনে কোহলি

এশিয়া কাপে ‘অনন্য’ সেঞ্চুরির সামনে কোহলি

অফ-ফর্ম নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি

অফ-ফর্ম নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি