ভারতের বিপক্ষে দুটি ইস্যু ছিল: জালাল ইউনুস

বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা প্রকাশিত: ০৪:২৯ পিএম, ০৩ নভেম্বর ২০২২
ভারতের বিপক্ষে দুটি ইস্যু ছিল: জালাল ইউনুস

বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও হারের স্বাদ নিয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচটিতে জয় পেয়ে সেমি-ফাইনালের পথে অনেকটাই এগিয়ে থাকতো বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচটিতে হারের চেয়েও বিতর্কের জন্ম দিয়েছেন দায়িত্বরত আম্পায়াররা। মূলত ভারতকে সুবিধা দিতে আম্পায়ারদের দুটি বিষয় বিতর্ক তৈরি করেছেন।

ভারতের বিপক্ষে মাত্র ৫ রানের ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। অথচ, ভারতের একটি ‘ফেক ফিল্ডিং’ আমলে নেননি মাঠ আম্পায়াররা। যদিও টাইগার ব্যাটার নাজমুল হাসান শান্ত বিষয়টি নিয়ে আম্পায়ারের কাছে অভিযোগ করেছিলেন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিষয়টি নিয়ে বাংলাদেশ দলের সাথে অস্ট্রেলিয়ার সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের সাথে কথা বলেছেন।

তিনি বলেন, “আপনারা (সাংবাদিক) তো টিভিতেই দেখেছেন। আপনারা চোখের সামনেই দেখেছেন। দুটি ইস্যু ছিল, একটা ছিল যে, ‘ফেক থ্রো’। ফেক থ্রোটা আম্পায়ারদের নোটিশে আনা হয়েছিল, তবে তারা (আম্পায়ার) বলেছে, ‘আমি এটা খেয়াল করিনি’। যার জন্য সে রিভিউতে যায়নি।”
sportsmail24
ভেজা মাঠ শুকানো নিয়ে আম্পায়ারের সাথে কথা বলেন সাকিব আল হাসান

জালাল ইউনুস বলেন, “সাকিব এটা নিয়ে অনেক আলাপ করেছে। খেলার পরও আলাপ করেছে। একই সাথে মাঠ ভেজা নিয়েই আলাপ হয়েছে। সাকিব বার বার বলছিল, ‘তুমি (আম্পায়ার) আরেকটু সময় নাও, মাঠ আরেকটু ‍শুকাও। শুকানোর পর খেলা শুরু করো’। কিন্তু তারা..., আম্পায়ার্স ডিসিশন ইজ ফাইনাল। সে জন্যই এখানে তর্ক-বিতর্কের কোনো সুযোগ ছিল না। সিদ্ধান্ত একটা, আপনি খেলবেন কি, খেলবেন না।”

বিষয়টি নিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে কথা হয়েছে কি-না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটা সহজ না, কিছু হলেই যে বোর্ডে আলাপ। এটা তো স্কুল না, কিছু হলেই হেড মাস্টারের কাছে নালিশ করবেন। এ ধরনের পরিস্থিতি না। তারপরও আমাদের মাথায় আছে এটা প্রোপার ফোরামে গিয়ে যেন কথা বলতে পারি, সেটা আমাদের মাথায় আছে।”

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ মুহূর্তে পাকিস্তানের বিশ্বকাপ দলে পরিবর্তন

শেষ মুহূর্তে পাকিস্তানের বিশ্বকাপ দলে পরিবর্তন

তিন ম্যাচ পর একাদশ থেকে বাদ সৌম্য সরকার

তিন ম্যাচ পর একাদশ থেকে বাদ সৌম্য সরকার

লিটন ঝড়ের পরও হারলো বাংলাদেশ

লিটন ঝড়ের পরও হারলো বাংলাদেশ

তাসকিনের ভক্ত ব্রিসবেনের নারী তাসকিন

তাসকিনের ভক্ত ব্রিসবেনের নারী তাসকিন