তিন ম্যাচ পর একাদশ থেকে বাদ সৌম্য সরকার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৫ পিএম, ০২ নভেম্বর ২০২২
তিন ম্যাচ পর একাদশ থেকে বাদ সৌম্য সরকার

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল একদশে ছিলেন না ওপেনার সৌম্য সরকার। যদিও সাব্বির রহমানের ব্যাটিং ব্যার্থাতার সুবাদে শেষ অবধি মূল দলে যায়গা হয় তার। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ৩ টি ম্যাচ খেলেছেন এই ব্যাটার। কিন্তু টানা ব্যার্থতায় ভারতের বিপক্ষে দল থেকে বাদ পড়েছেন তিনি।

বাচা-মরার লড়াইয়ে শক্তিশালী ভারতের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আর এই ম্যাচেই দল থেকে বাদ পড়েছেন ওপেনার সৌম্য সরকার। তার বদলে দলে অন্তর্ভুক্ত হয়েছেন বা-হাতি পেসার শরিফুল ইসলাম।

বিশ্বকাপের অনেকদিন দলের বাইরে ছিলেন সৌম্য সরকার। পেস কান্ডিশনে ভালো ব্যাটিং করায় দলে সুযোগ মেলে তার। কিন্তু বিশ্বকাপে ৩ ম্যাচ খেললেও আশানুরূপ ফলাফল দেখাতে পারেননি তিনি।

নেদারল্যান্ডসের সাথে ১৪ রান, দক্ষিন আফ্রিকার ১৫ রান, ও জিম্বাবুয়ের সাথে ০ করেছিলেন তিনি।

বিশ্বকাপে ৩ ম্যাচে ২ জয় নিয়ে সেমির আশা এখনো বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। ভারত ও পাকিস্তানের বিপক্ষে জয় পেলে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে যাওয়ার সুযোগ হাতছানি দিচ্ছে বাংলাদেশকে।

স্পোর্টসমেইল২৪/আরআইএম


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত বিশ্বকাপ জিততে এসেছে, বাংলাদেশ নয়: সাকিব

ভারত বিশ্বকাপ জিততে এসেছে, বাংলাদেশ নয়: সাকিব

আফগানিস্তানের বিদায়, টিকে রইলো শ্রীলঙ্কা

আফগানিস্তানের বিদায়, টিকে রইলো শ্রীলঙ্কা

জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপে নেদারল্যান্ডসের প্রথম জয়

জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপে নেদারল্যান্ডসের প্রথম জয়

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ