ক্রিকেটারদের স্যোশাল মিডিয়ায় যুক্ত থাকা চান না ফিল সিমন্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১৭ অক্টোবর ২০২৫
ক্রিকেটারদের স্যোশাল মিডিয়ায় যুক্ত থাকা চান না ফিল সিমন্স

ছবি- বিসিবি

এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা পেয়েছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় এমন পরাজয়ের পর দেশে ফিরলে বিমানবন্দরে ভর্ৎসনার শিকার হয় বাংলাদেশ ক্রিকেট দল। বিষয়টি নিয়ে স্যোশাল মিডিয়ায় ক্রিকেটাররা প্রতিবাদমূলক স্ট্যাটাসও দিয়েছেন।

বিষয়টি নিয়ে শুক্রবার (১৭ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্সকে প্রশ্ন করা হয়েছে। টাইগারেদের এ কোচ অবশ্য ক্রিকেটারদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকাটাই শ্রেয় মনে করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের প্রতিবাদমূলক স্ট্যাটাস নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‍“আপনি (সাংবাদিক) ভালো প্রশ্ন করেছেন। প্রথমেই বলি, আমি চাই না আমার খেলোয়াড়রা সামাজিক মাধ্যমে যুক্ত থাকুক। এটা ব্যক্তিগত অধিকার, কিন্তু জাতীয় দলের ক্রিকেটার হিসেবে ওদের সেখানে (সামাজিক যোগাযোগ মাধ্যম) থাকা উচিত নয়।”

জাকের আলী অনিককে নিয়ে মন্তব্য করা ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে ফিল সিমন্স বলেন, “তবে আমি বলবো, কোনোভাবেই বর্ণবাদী মন্তব্য করা গ্রহণযোগ্য নয়। জাকের আলীর বিরুদ্ধে যেভাবে মন্তব্য করা হয়েছে, তা জঘন্য। আমি চাই না আমার খেলোয়াড়রা এসবের জবাব দিক (সামাজিক যোগযোগ মাধ্যমে)।”

শুরুতে দারুণ ফর্মে থাকলেও জাকের আলীর ব্যাটে এখন রান পাচ্ছে না বাংলাদেশ। এ বিষয়ে কোচ ফিল সিমন্স বলেন, “হ্যাঁ, ঠিক বলেছেন -ও (জাকের আলী) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ খেলেছিল। কিন্তু এটাই ক্রিকেট। এক সিরিজে ফর্মে থাকা মানে পরের সিরিজেও থাকবেন -এমন নয়। আমাদের চেষ্টা ওকে আবার ফর্মে ফিরিয়ে আনা।”

বাংলাদেশ দলে শুধু জাকের আলী নয়, সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ফর্মহীনতায় ভুগছেন। তবে শান্তকে নিয়ে আশাবাদী টাইগারদের প্রধান কোচ। বলেন, “আমি বলবো না, ওর কিছু ঘাটতি আছে। কিছু খেলোয়াড় শুরুতে ওঠা-নামা করে, যতক্ষণ না তারা পুরোপুরি নিজের খেলার ধরণ বুঝে ফেলে।”

তিনি আরও বলেন, “শান্তও তরুণ, তবে ওর মধ্যে বিশাল সম্ভাবনা আছে। আমাদের দায়িত্ব ওর পরিপক্বতা যত দ্রুত সম্ভব বাড়াতে সাহায্য করা। আমি নিশ্চিত, সে বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড় হবে।”



শেয়ার করুন :