এনসিএলে নিজেদের মাঠে চট্টগ্রামের কাছে হারলো রাজশাহী

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ২৮ অক্টোবর ২০২৫
এনসিএলে নিজেদের মাঠে চট্টগ্রামের কাছে হারলো রাজশাহী

নিজেদের মাঠে ম্যাচ জিততে শেষ দিনে রাজশাহীর প্রয়োজন ছিল ২৬৪ রান, হাতে ছিল ৬ উইকেট। রাজশাহী সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় ১১২ রানের জয় তুলে নিয়েছে চট্টগ্রাম। দলের এ জয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের ইয়াসির আলী চৌধুরী রাব্বি।

২৭তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)-এর রাজশাহী ভেন্যুতে চার দিনের ম্যাচে স্বাগতিক রাজশাহী বিভাগের বিপক্ষে দাপট দেখিয়ে খেলেছে। প্রথম ইনিংসে ৪০১ রানের পর দ্বিতীয় ইনিংসে ২৭৭ রান করে ইনিংস ঘোষণা করেছিল।

বিপরীতের স্বাগতিক রাজশাহী প্রথম ইনিংসে ১৯৬ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩৭০ রান করেছে। তবে পিছিয়ে থাকায় জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি তারা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) চতুর্থ ও শেষ দিনে রাজশাহীর লক্ষ্য ছিল ২৬৪ রান। হাতে থাকা ৬ উইকেট নিয়ে ব্যাট করতে নামে তারা। আগের দিনের ৪ উইকেটে ২১৯ রানের সাথে বাকি ৬ উইকেটে ১৫১ রান যোগ করতে পারে। স্বাগতিক দলের ব্যাটাররা দ্বিতীয় ইনিংসে মোট ৩৭০ রানে অলআউট হওয়ায় ১১২ রানে জয় পায় চট্টগ্রাম।

রাজশাহীর প্রীতম কুমার করেন ৮৩ রান। এছাড়া মেহরাব ৬০, সাখির হোসেন ৫২ ও হাবিবুর রহমান করেন ৪৫ রান। বিপরীতে বল হাতে চট্টগ্রামের হাসান মুরাদ ৯৬ রানে ৩ উইকেট দখল করেন। এছাড়া আহমেদ শরিফ ও নাঈম হাসান শিকার করেন ২টি করে উইকেট।

প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের ইয়াসির আলী চৌধুরী। ব্যাট হাতে প্রথম ইনিংসে সেঞ্চুরি (১২৯) করার পর দ্বিতীয় ইনিংসে খেলেছেন ৯২ রানের ইনিংস।

মো. ফয়সাল আলম, রাজশাহী/রাজশাহী



শেয়ার করুন :