বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি

ফাইল ছবি

কাশ্মীর হামলার জেরে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন নিয়ে নিয়ে বর্তমান ও সাবেক অনেক ক্রিকেটার মতামত দিলেও কোন মন্তব্য করেন নি ভারতের অধিনায়ক বিরাট কোহলি। অবশেষে তিনি পাকিস্তান ইস্যুতে মুখ খুলেছেন।

বিরাট কোহলি বলেন, ‘‘আমাদের অবস্থান পরিষ্কার। জাতি যা করতে বলবে এবং বিসিসিআই যে সিদ্ধান্ত দেবে, সেটাই আসলে আমাদের (দল) মত। সরকার এবং বোর্ড যে সিদ্ধান্ত দেবে, আমরা তা মেনে চলব এবং সম্মান জানাব। আর এ ব্যাপারে (বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলা না খেলা) এটাই আমাদের অবস্থান।’’

তবে পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচে ভারত অংশগ্রহণ করবে কি না তার সিদ্ধান্ত এখনো নিতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুক্রবার বিসিবিআইয়ের এক জরুরী সভাতে এ বিষয়ে কোন সিদ্ধান্ত পৌঁছতে পারেনি বোর্ড কর্তৃপক্ষ। তাই ভারত সরকার যে সিদ্ধান্ত দিবে, সেটা অনুযায়ীই কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয় ওই সভায়।

সভায় বিসিসিআইয়ের তিন সদস্যের কমিটি চেয়ারম্যান বিনোদ রাই, ডায়না এডুলজির ও নতুন নিযুক্ত সদস্য রবি থোগদে মিলে এই সিদ্ধান্ত নেন। এছাড়া, আইসিসিকে ভারত ইমেইলের মধ্যে হামলার বিষয়ে অবহিত করবে এবং পাকিস্তান সরকারের মদদে যদি এমন জঙ্গিবাদ অব্যহত থাকে, তাহলে তাদের সাথে ক্রিকেট নিয়ে আর সম্পর্ক রাখা সম্ভব হবে না বলে সভায় বলা হয়।

এ বিষয়ে বিসিসিআইয়ের চেয়ারম্যান বিনোদ রাই বলেন, ‘‘আমরা আইসিসিকে দুটো বিষয়ে আমাদের চিন্তার কথা জানাতে চাই। তার মধ্যে একটি হল বিশ্বকাপে প্লেয়ারদের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা করা এবং আতঙ্কবাদের বিরুদ্ধে সব মিলিতভাবে রুখে দাঁড়ানো। সভার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান না করারও সিদ্ধান্ত নেওয়া হয়’’


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভারত

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভারত

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের ডাক হরভজনের

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের ডাক হরভজনের

পাকিস্তান ইস্যুতে সৌরভের ভূমিকায় মিয়াঁদাদের সন্দেহ

পাকিস্তান ইস্যুতে সৌরভের ভূমিকায় মিয়াঁদাদের সন্দেহ

পাকিস্তানকে বিপাকে ফেলতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে ভারত

পাকিস্তানকে বিপাকে ফেলতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে ভারত