আমরা খুব লাকি : পাইলট

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১:৪৮ পিএম, ১৫ মার্চ ২০১৯
আমরা খুব লাকি : পাইলট

ছবি : ভিডিও থেকে নেয়া

বাংলাদেশ ক্রিকেট দল কতটা ভাগ্যবান তা ম্যানেজার খালেদ মাসুদ পাইলটের কথাতেই বুঝা গেল। কারণ, বাংলাদেশের ১৬-১৭ জনের একটা দল নামাজে যাচ্ছিলো, হামলার শিকার মসজিদের মাত্র ৫০ গজ দূরে ছিল বাংলাদেশ দল। হয়তো আর একটু আগে গেলেই ঘটে যেত বিশ্ব ক্রিকেটে এক কালো অধ্যায়!

বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলটও জানালেন আসলেই তারা ভাগ্যবান। বলেন, ‘সত্যি আমরা ভাগ্যবান। আমরা মসজিদের খুব কাছে ছিলাম। বাংলাদেশ দল ওই মসজিদের মাত্র ৫০ গজ ছিল। আমরা যখন নামাজে যাচ্ছিলাম তখন মসজিদটা দেখতে পাচ্ছিলাম। তো আরেকটু আগে গেলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত।’

হামলার ঘটনাটি খুব কাছ থেকে দেখে সব ক্রিকেটাররাই ছিল বিমর্ষ। হামলার কাছ থেকে ফিরে এসে ভয়ার্ত কণ্ঠে তামিম ইকবাল বলেন, ‘যা দেখেছি তা যে কোন মানুষ স্তব্ধ হয়ে যাবে।’ হামলার পর বাস থেকে মাঠে ফেরার সময় তামিম এ কথা বলেন। যা ভিডিওতে স্পস্ট শোনা যায়।

এদিকে হামলার ওই ঘটনার বর্ণনা দিয়েছেন দলের সঙ্গে থাকা টাইগার ম্যানেজার খালেদা মাসুদ পাইলট। বিসিবি প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, দু’জন হোটেলে ছিল। আর বাকি ১৬-১৭ জন আমরা বাসে করে নামাজে যাচ্ছিলাম। বাসে সৌম্যও ছিল।

পাইলট বলেন, আমরা যখন নামাজে যাচ্ছিলাম তখন মসজিদটা দেখতে পাচ্ছিলাম। তো আরেকটু আগে গেলেই বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেত। আমরা খুবই লাকি যে, আর যদি ৩-৪ মিনিট আগে চলে আসতাম, মসজিদের ভেতরে থাকতাম, বড় ধরনের ঘটনা ঘটে যেত।

তিনি বলেন, আমরা খুবই লাকি। আমি শুকরিয়া আদায় করবো যে, আমরা ভেতরে ছিলাম না। আমরা বাইরে থেকে দেখছি যে, মুভিতে দেখলে যেমন হয় আমরা বাস থেকে দেখছি যে মানুষজন রক্তাক্ত অবস্থায় বেরিয়ে আসেছে, বেশ কিছু মানুষ বেরিয়ে আসতে পেরেছে।

পাইলট বলেন, প্রায় ৮-১০ মিনিটি আমরা বাসের মধ্যেই ছিলাম। আমরা সবাই মাথা নিচু করে ছিলাম, কোন কারণে যদি ফায়ার এদিকে আসে। পরে যখন বুঝলাম যে যেকোন সময় যদি অ্যাটাক আসে তাই বেরিয়ে দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়া হয়।

তিনি আরও বলেন, এ ধরনের হামলা কোন দেশেই হোক তা আমরা চাই না। বাট আমরা খুবই লাক


শেয়ার করুন :


আরও পড়ুন

নিউ জিল্যান্ডে মসজিদে হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন টাইগাররা!

নিউ জিল্যান্ডে মসজিদে হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন টাইগাররা!

খেলায় মানসিকতায় নেই টাইগাররা, দ্রুত দেশে ফিরতে চান

খেলায় মানসিকতায় নেই টাইগাররা, দ্রুত দেশে ফিরতে চান

নিউজিল্যান্ডে হামলা : যেভাবে রক্ষা পেলেন তামিম-মিরাজরা

নিউজিল্যান্ডে হামলা : যেভাবে রক্ষা পেলেন তামিম-মিরাজরা

নিউজিল্যান্ডে হামলার টাইগারদের তৃতীয় টেস্ট বাতিল

নিউজিল্যান্ডে হামলার টাইগারদের তৃতীয় টেস্ট বাতিল