নিরাপদে থাকুক বাংলাদেশ দল: কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১৫ মার্চ ২০১৯
নিরাপদে থাকুক বাংলাদেশ দল: কোহলি

অল্পের জন্য নিউজিল্যান্ডের মসজিদে বান্দুরধারীদের হাত থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল । বিশ্বের বিভিন্ন ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট দলের মঙ্গল কামনায় করেছেন। ভারতের অধিনায়ক বিরাট কোহলি বাংলাদেশ দল জন নিরাপদে থাকে সেই শুভ কামনা জানিয়েছেন।

কোহলি তার অফিসিয়াল টুইটারে এ বিষয়ে একটি টুইট করেন। সেখানে তিনি লিখেছেন, ‌‌‘‘আতঙ্কজনক এবং দুঃখজনক এঘটনা। এটি একটি কাপুরুষের মতো কাজ। আমি আশা করছি, বাংলাদেশ দল যেন নিরাপদে থাকে।’’

এদিকে পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদিও টুইট করেছেন। ‘‘ভয়াবহ দুর্ঘটনা ক্রাইস্টচার্চে। আমি সবসময়ই নিউজিল্যান্ডকে সবচেয়ে শান্তিপূর্ণ একটি দেশ হিসেবেই দেখেছি। সেখানে মানুষরাও খুব বন্ধুপরায়ণ। আমি তামিমের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশের খেলোয়াড়রা এবং স্টাফরা নিরাপদে আছে এটাই বড় পরিত্রাণ। এসব বিষয়ে সারাবিশ্বের এক জোট হওয়া উচিৎ। ঘৃণা ছড়ানো বন্ধ করা উচিৎ। হামলায় নিহতদের জন্য দোয়া। আল্লাহ্‌ সহায় হন।’’

এ ঘটনায় ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে বন্দুকধারীর হামলা চালানোয়র ঘটনায় ওভালে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় টেস্ট বাতিল ঘোষণা করা হয়েছে। আগামীকাল শনিবার ওভালে বাংলাদেশ-নিউজিল্যান্ডের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হওয়ার কথা ছিল।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়াল টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে। টুইটে বলা হয়েছে, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও বাংলাদেশে ক্রিকেট বোর্ড এক সাথে সিদ্ধান্ত নিয়ে তৃতীয় টেস্ট বাতিল করেছে।

এ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান ডেভিড হোয়াট বলেন, ‘আমি বাংলাদেশের সাথে কথা বলেছি। আমরা উভয়ই একমত যে, এই সময়ে ক্রিকেট খেলাটা অনুপযুক্ত।’

 


শেয়ার করুন :


আরও পড়ুন

ভয়ে এক রুমে রাত কাটাচ্ছেন টাইগাররা

ভয়ে এক রুমে রাত কাটাচ্ছেন টাইগাররা

নিউজিল্যান্ডে হামলার টাইগারদের তৃতীয় টেস্ট বাতিল

নিউজিল্যান্ডে হামলার টাইগারদের তৃতীয় টেস্ট বাতিল

কেঁদেছেন মুশফিক, স্তব্ধ তামিম

কেঁদেছেন মুশফিক, স্তব্ধ তামিম

আমরা খুব লাকি : পাইলট

আমরা খুব লাকি : পাইলট