আইপিএলেই থাকছেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৪ পিএম, ২২ এপ্রিল ২০১৯
আইপিএলেই থাকছেন সাকিব

ফাইল ছবি

সোমবার শুরু হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ ক্যাম্প। শুরু থেকেই ক্যাম্পে থাকার কথা ছিল সাকিব আল হাসানের। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাঁহাতি অলরাউন্ডারের ক্যাম্পে যোগ না দেওয়ার কথা ক্রিকেটবিষয়ক ওয়েসবাইট ‘ক্রিকবাজ’কে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান।

চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে আছেন সাকিব। ফ্র্যাঞ্চাইজিটি ৯ ম্যাচ খেলে ফেললেও সাকিব মাঠে নেমেছেন মোটে এক ম্যাচে! এর মধ্যে আবার বিশ্বকাপের ক্যাম্প শুরুর সূচি ঠিক হয়ে যাওয়ায় বিসিবি তাকে দেশে ফিরে আসার চিঠি দিয়েছিল। যে খবরটি নিশ্চিত করে আকরাম খানই জানিয়েছিলেন, ক্যাম্পের শুরু থেকে পাওয়া যাবে সাকিবকে।

যদিও সাবেক এই অধিনায়ক ‘ক্রিকবাজ’কে সোমবার জানিয়েছেন, আইপিএলে থাকার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব, তাই আপাতত বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিচ্ছেন না তিনি। হায়দরাবাদের বিদেশি তারকাদের ভিড়ে খেলার সুযোগ পাচ্ছেন না সাকিব। তবে সামনে তার ‘খেলার সম্ভাবনা’ রয়েছে জানিয়ে আকরাম খান ‘ক্রিকবাজ’কে বলেছেন, ‘সাকিবের ২৩ এপ্রিল আসার কথা থাকলেও সেটা আর হচ্ছে না। সে আমাদের জানিয়েছে, সানরাইজার্সের (বিদেশি খেলোয়াড়দের) কেউ একজন চলে যাবে, তাতে তার খেলার সম্ভাবনা তৈরি হবে। তাই সে ওখানে (আইপিএল) থাকতে চায়।’

বিসিবির ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান হায়দরাবাদ ছেড়ে যাওয়া খেলোয়াড়ের নাম প্রকাশ না করলেও ক্রিকবাজের খবর, খেলোয়াড়টি জনি বেয়ারস্টো, যিনি চলতি আইপিএলে হায়দরাদের ওপেনিংয়ের সঙ্গে উইকেটরক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন।

সাকিবের আইপিএলে থাকার সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি। তাই তাকে ভারতে থেকে যাওয়ার অনুমতি দেওয়ার কথাও নিশ্চিত করেছেন ‍আকরাম খান, ‘আমরা সাকিবকে অনুমতি দিয়েছি (আইপিএলে থাকার)। কারণ আমরা বিশ্বাস করি, ওখানে সে খেলতে পারলে সেটা আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতিতে দারুণ কাজ করবে তার জন্য।’

দিনকয়েক আগে কোর্টনি ওয়ালশ সাকিবের আইপিএলে খেলার ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছিলেন। বাংলাদেশের পেস বোলিং কোচ মনে করেন, আইপিএলে খেলাটা সাকিবের প্রস্তুতির জন্য ‘দারুণ’ হবে। ক্যারিবিয়ান কিংবদন্তির বক্তব্য ছিল, ‘আমার মতে, ওখানকার কিছু ম্যাচ তার (সাকিব) জন্য খুব ভালো হবে। ম্যাচ ফিটনেসটাই এখন সবচেয়ে বড় ব্যাপার। তাই ব্যক্তিগতভাবে আমি মনে করি, বিশ্বকাপের আগে আইপিএলের কিছু ম্যাচ তার পারফরম্যান্সকে আরও উজ্জ্বল করতে সাহায্য করবে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

তীব্র রোদে প্রথম দিনের অনুশীলন সারলো টাইগাররা

তীব্র রোদে প্রথম দিনের অনুশীলন সারলো টাইগাররা

রুবেল-মোস্তাফিজকে ব্যাটিং শেখাতে মরিয়া কোচ

রুবেল-মোস্তাফিজকে ব্যাটিং শেখাতে মরিয়া কোচ

টাইগারদের ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় বোলিং কোচ

টাইগারদের ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় বোলিং কোচ

সবার আগে ডাক পাবে তাসকিন : ওয়ালশ

সবার আগে ডাক পাবে তাসকিন : ওয়ালশ