সিরিজ জিতলো বাংলাদেশ ইমার্জিং নারী ক্রিকেট দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৩ এএম, ২৯ জুলাই ২০১৯
সিরিজ জিতলো বাংলাদেশ ইমার্জিং নারী ক্রিকেট দল

ছবি : বিসিবি

শ্রীলঙ্কার কাছে পুরুষ ক্রিকেট দলের ওয়ানডে সিরিজ হারলেও একই দিন দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতেছে বাংলাদেশ ইমার্জিং নারী ক্রিকেট দল।

প্রিটোরিয়ায় অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে রোববার (২৮ জুলাই) স্বাগতিকদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের নারীরা। এ জয়ে ২-১ ব্যবধানে অনানুষ্ঠানিক ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং মহিলা দল প্রথম ম্যাচে ৪৭ রানের জয় পেয়েছিল। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ যথাক্রমে ৪ ও ৯ উইকেটে জিতে সিরিজ জিতলো বাংলাদেশের নারীরা।

রোববারের ম্যাচে টসের বিপরীতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভাওে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪৪.১ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১৭৯ রান করে বাংলাদেশ।

ওপেনার শারমিন আক্তারের ব্যাটে চড়ে সহজ জয় নিশ্চিত হয় বাংলাদেশের। ১৩৭ বল মোকাবেলায় দশটি বাউন্ডারিতে ৮৩ রান করেন তিনি। এছাড়া অধিনায়ক নিগার সুলতানা করেন অপরাজিত ৪৮ রান।

শারমিন ও নিগার দ্বিতীয় উইকেট জুটিতে অপরাজিত ১০৪ রান যোগ করে নিজ দলের জয় নিশ্চিত করেন। আরেক ওপেনার মুরশিদা খাতুন করেন ৩১ রান।

স্বাগতিক দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন ত্রিশা চেট্টি। এছাড়া ওপেনার রুবিন সারেলা করেন ৩৫। বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন ৩২ রানে ৩ উইকেট এবং খাদিজাতুল কুবরা ৩৪ রানে নেন ২টি উইকেট।

ওয়ানডে সিরিজ শেষে দুই দল এখন তিন ম্যাচের একটি টি-২০ সিরিজ খেলবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাটিং ব্যর্থতায় সিরিজ খোয়ালো বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় সিরিজ খোয়ালো বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে ফিরলো বাংলাদেশের মেয়েরা

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে ফিরলো বাংলাদেশের মেয়েরা

বিপিএলের ওপেনিং ৩ ডিসেম্বর

বিপিএলের ওপেনিং ৩ ডিসেম্বর

মাশরাফিকে অবসর নিতে মানা করলেন মালিঙ্গা

মাশরাফিকে অবসর নিতে মানা করলেন মালিঙ্গা