ভারতের বিপক্ষে টি-২০ দলে নেই ডু প্লেসিস, অধিনায়ক ডি কক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৭ পিএম, ১৪ আগস্ট ২০১৯
ভারতের বিপক্ষে টি-২০ দলে নেই ডু প্লেসিস, অধিনায়ক ডি কক

ফাইল ফটো

ভারত সফরে তিন ম্যাচ টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন ফাফ ডু প্লেসিস। তবে ১৪ সদস্যের টি-২০ দলে জাগয়া হয়নি তার। ফাফ ডু প্লেসিসের পরিবর্তে ভারতের বিপক্ষে নেতৃত্ব দেবেন ওপেনার কুইন্টন ডি কক।

কুইন্টন ডি ককের নেতৃত্বাধীন টি-২- দলের সহ-অধিনায়ক করা হয়েছে রাসি ফন ডার ডাসেনকে। এছাড়া দক্ষিণ আফ্রিকার হয়ে টি-২০ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন স্পিনিং অলরাউন্ডার বিয়ন ফোরটান। ১৫ সেপ্টেম্বর থেকে ভারত সফরে তিন টি-২০ ও তিন টেস্টের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।

টেস্ট দলে ফাফ ডু প্লেসিসের সহকারী করা হয়েছে ব্যাটসম্যান টেম্বা বাভুমাকে। এছাড়া ঘরোয়া ক্রিকেটে নজর কেড়ে টেস্ট দলে এসেছেন স্পিনিং অলরাউন্ডার সুতুরান মুথুসামি ও উইকেটরক্ষক রুডি সেকন্ড।

দক্ষিণ আফ্রিকার টেস্ট দল
ফাফ দু প্লেসি (অধিনায়ক), টেম্বা বাভুমা (সহ-অধিনায়ক), টিউনিস ডি ব্রুইন, কুইন্টন ডি কক, ডিন এলগার, জুবাইর হামজা, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়া, ভারনন ফিল্যান্ডার, ড্যান পিট, কাগিসো রাবাদা, রুডি সেকন্ড।

দক্ষিণ আফ্রিকা টি-২০ দল
কুইন্টন ডি কক (অধিনায়ক), রাসি ফন ডার ডাসেন (সহ-অধিনায়ক), টেম্বা বাভুমা, জুনিয়র ডালা, বিয়ন ফোরটান, বিউরান হেনড্রিকস, রিজা হেনড্রিকস, ডেভিড মিলার, আনরিক নরকিয়া, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, জন-জন স্মাটস।


শেয়ার করুন :


আরও পড়ুন

২০২৮ অলিম্পিকে যুক্ত হতে পারে ক্রিকেট

২০২৮ অলিম্পিকে যুক্ত হতে পারে ক্রিকেট

আইসিসির নতুন নিয়মে আপত্তি ভারতের

আইসিসির নতুন নিয়মে আপত্তি ভারতের

এক ম্যাচে দুই কিংবদন্তিকে টপকালেন কোহলি

এক ম্যাচে দুই কিংবদন্তিকে টপকালেন কোহলি

কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট, খেলবেন নারীরা

কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট, খেলবেন নারীরা