সাড়ে ৩ ঘণ্টা আগেই ব্যাট হাতে মাঠে মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০০ পিএম, ২৫ অক্টোবর ২০১৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের মধ্যকার ‘অচলাবস্থা’ কেটে গেছে। ফলে ভারত সফর উপলক্ষে আজ শুক্রবার (২৫ অক্টোবর) থেকে শুরু হচ্ছে সাকিব-মুশফিকদের প্রস্তুতি।

শুক্রবার সকাল থেকেই ঢাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামেও সুনসান নীরবতা। দুই-এক কর্মকর্তা ছাড়া দেখা নেই ক্রিকেটারদের। কারণ, বাংলাদেশের প্রস্তুতি শুরু হবে বিকেল ৩টায়। তবে ব্যতিক্রম টাইগারদের উইকেট কিপার ও ব্যাটসম্যান মুশফিকুর রহীম।

গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যেই নির্ধারিত সময়ের সাড়ে ৩ ঘণ্টা আগে থেকে ব্যাটিং করছেন মুশফিক। শুক্রবার বেলা ১১টা পর শুরু করে নিজের ব্যাটিং প্রস্তুতি। প্রথম দিকে স্পিন বলে ব্যাটিং শুরু করেন তিনি।

আগামী ৩ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফর। তবে এর আগেই অনাকঙ্ক্ষিতভাবে দেখা দেয় কালো মেঘের। খেলোয়াড়রা বিভিন্ন দাবি নিয়ে ডাক দেন ধর্মঘটের। তিনদিন অচলাবস্থা থাকার পর বুধবার রাতে এক বৈঠকে বোর্ড দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করেন সাকিবরা।

বৈঠক শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বুধবার রাতেই জানান, তারা (বিসিবি) খেলোয়াড়দের সবগুলো দাবিই নীতিগতভাবে মেনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বোর্ডের সঙ্গে আলোচনাকালে খেলোয়াড়দের প্রতিনিধিত্ব করা বাংলাদেশ টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘এ মুহূর্তে আমি খুশি। যত দ্রুত সম্ভব একের পর এক সবগুলো সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে বোর্ড। আশা করি দ্রুততম সময়ের মধ্যেই তারা এগুলো সম্পন্ন করবেন। পরে যুক্ত হওয়া দুটি দাবির বিষয়েও ভবিষ্যতে বোর্ড আলোচনা করবে, সে বিষয়ে তার নিজেরও কোন সমস্যা নেই।’



শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবদের দাবি মেনেছে বিসিবি, ধর্মঘট প্রত্যাহার

সাকিবদের দাবি মেনেছে বিসিবি, ধর্মঘট প্রত্যাহার

ঢাকায় সাকিবদের স্পিন বোলিং কোচ ভেট্টরি

ঢাকায় সাকিবদের স্পিন বোলিং কোচ ভেট্টরি

টি-২০ সিরিজ খেলছে না সাইফউদ্দিন, নিশ্চিত করলো বিসিবি

টি-২০ সিরিজ খেলছে না সাইফউদ্দিন, নিশ্চিত করলো বিসিবি

বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে নেই কোহলি, অধিনায়ক রোহিত

বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে নেই কোহলি, অধিনায়ক রোহিত