জার্ভিসকে ছাড়াই বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৩ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২০
জার্ভিসকে ছাড়াই বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

বাংলাদেশ সফরে আসছেন না জিম্বাবুয়ে ফাস্ট বোলার কাইল জার্ভিস। পিঠে ইনজুরির কারণে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

দুই সপ্তাহ আগে হারারেতে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে পিঠের ইনজুরিতে পড়েন জিম্বাবুয়ে দলের সেরা পেসার জার্ভিস। এ ইনজুরির কারণে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট মিস করা এ বোলার এবার দলের বাংলাদেশ সফর থেকেও ছিটকে গেলেন।

এমআরআই পরীক্ষায় তার ডিস্কে সমস্যা ধরা পড়েছে এবং তার ইনজুরির অবস্থা পুনঃপর্যালোচনা করতে আগামী ছয় সপ্তাহের মধ্যে আবারও তার স্ক্যান করা হবে। এপ্রিলে দলের আয়ারল্যান্ড সফরের আগে ৩০ বছর বয়সী জার্ভিস পুনরায় অনুশীলনে ফিরতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

২০১৮ সালের নভেম্বরের পর বাংলাদেশে প্রথম টেস্ট সফরে এ স্ট্রাইক বোলারের অভাব বেশ ভালোভাবে টের পাবে জিম্বাবুয়ে। সে সফরে জিম্বাবুয়ে দলের সর্বোচ্চ দশ উইকেট নিয়েছিলেন জার্ভিস। ঢাকা টেস্টে ৫ উইকেটসহ ১৫.৫০ গড়ে দশ উইকেট নিয়েছিলেন তিনি।

ঢাকাতে ২২ ফেব্রুয়ারি একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে। টেস্টের পর তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ জিম্বাবুয়ে।


শেয়ার করুন :


আরও পড়ুন

গিবসনকে বোলিং কোচ নিয়োগ দিল বিসিবি

গিবসনকে বোলিং কোচ নিয়োগ দিল বিসিবি

বোলিং দক্ষতায় আরও উন্নতি দরকার মোস্তাফিজের

বোলিং দক্ষতায় আরও উন্নতি দরকার মোস্তাফিজের

ছুটি না পেয়ে বিসিবির সাথে ছয় বছরের সম্পর্ক চুকালেন মারিও

ছুটি না পেয়ে বিসিবির সাথে ছয় বছরের সম্পর্ক চুকালেন মারিও

জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় টেস্ট ও টি-টোয়েন্টি, ওয়ানডে চট্টগ্রামে

জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় টেস্ট ও টি-টোয়েন্টি, ওয়ানডে চট্টগ্রামে