ধোনিই সর্বকালের সেরা ফিনিশার : হাসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৩ পিএম, ১৫ এপ্রিল ২০২০
ধোনিই সর্বকালের সেরা ফিনিশার : হাসি

ফাইল ছবি

ক্যারিয়ারের শেষ বেলায় এসে যখন মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন নিয়ে প্রশ্ন উঠেছে, তখন তার মেধা নিয়ে অসাধারণ মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসি। ধোনিকে বিশ্বের সেরা ফিনিশার বলে আখ্যায়িত করেছেন তিনি। খেলোয়াড়ি জীবনে হাসি নিজেও বড় ফিনিশার ছিলেন। কিন্তু সর্বকালের সেরা ফিনিশার হিসেবে ধোনিকেই এগিয়ে রাখছেন তিনি।

অজি কিংবদন্তি বলেন, রান তাড়া করার সময়ে ধোনিকে কখনই চাপে পড়তে দেখা যায়নি। এটিই তার সবচেয়ে বড় গুণ। প্রতিপক্ষ যত কঠিনই হোক কিংবা প্রতিপক্ষের বোলিং যতই চাপ তৈরি করুক, মাহি ক্রিজে কোনো দিনও মেজাজ হারাননি। দলের বিপদে মাথা ঠাণ্ডা রেখে দক্ষ ক্রিকেটারের মতো ব্যাটিং করে ম্যাচ বের করে নিয়েছেন উনি।

হাসি বলেন, ধোনি নিজের সক্ষমতা সম্পর্কে জানেন। বড় শট খেলতে সিদ্ধ হস্ত উনি। গায়ে শক্তিও রয়েছে। তবে তার ঠাণ্ডা মাথা সবচেয়ে বড় সম্পদ। চাপের মুহূর্তে বরফ শীতল মেজাজে সঠিক রণকৌশল তৈরি করে ম্যাচ জেতান। বিশ্বের অন্য কোনো ফিনিশারের মধ্যে এ গুণ দেখিনি আমি।

অস্ট্রেলীয় গ্রেট যোগ করেন, রান তাড়া করতে নেমে খেলা দীর্ঘায়িত করা ধোনির আরেক স্ট্র্যাটেজি। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, ম্যাচ শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে যেতে বিশ্বাস করেন উনি। আর শেষ ওভারটাই আসল খেলা। সেখানেই ধৈর্য ধরে ম্যাচ ফিনিশ করে আসেন সর্বকালের সেরা ভারতীয় অধিনায়ক।

হাসি বলেন, এক ওভারে ১২-১৩ রান তাড়া আমিও করতে পারতাম না। কিন্তু ধোনি শেষ ওভারে বোলারের ওপর চাপ তৈরি করে সেই কাজটিই অনায়াসে করে ফেলতে পারেন। এজন্য উনি ক্রিজে থাকা মানেই দল ভরসা পায়।



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের ক্রিকেট বাচাঁতে ভারতের সাহায্য প্রয়োজন নেই : মানি

পাকিস্তানের ক্রিকেট বাচাঁতে ভারতের সাহায্য প্রয়োজন নেই : মানি

এক বছর ক্রিকেট অসম্ভব : শোয়েব

এক বছর ক্রিকেট অসম্ভব : শোয়েব

বাংলাদেশ সফর স্থগিত হওয়ায় হতাশ লায়ন

বাংলাদেশ সফর স্থগিত হওয়ায় হতাশ লায়ন

স্থগিত নয়, পিছিয়ে যাচ্ছে আইপিএল

স্থগিত নয়, পিছিয়ে যাচ্ছে আইপিএল