স্থগিত নয়, পিছিয়ে যাচ্ছে আইপিএল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৬ পিএম, ১৪ এপ্রিল ২০২০
স্থগিত নয়, পিছিয়ে যাচ্ছে আইপিএল

ভারতে প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পওয়ায় দেশব্যাপী চলমান লকডাউনের মেয়াদ ৩ মে (রোববার) পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশে লকডাউনের মেয়াদ বাড়ায় আইপিএলের স্থগিতাদেশের মেয়াদও ৩ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সরকারের লকডাউনের সিদ্ধান্তের সাথে মিল রেখে আইপিএলও ৩ মে পর্যন্ত আপাতত স্থগিত করা হচ্ছে। আইপিএল নিয়ে ৩ মে এর পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সব ঠিকঠাক থাকলে আইপিএলের ১৫তম আসর ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছির। তবে করোনার জন্য তা ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। তবে মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন। ফলে ১৫ এপ্রিল আইপিএল শুরু করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না।

করোনা পরিস্থিতির কারণে অক্টোবর-নভেম্বরে আইপিএল অনুষ্ঠিত করার কথা ভাবছে ভারত। এছাড়া আইসিসির সূচি অনুযায়ী, অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে। তবে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও শঙ্কা রয়েছে।

এদিকে দ্বিতীয় দফার লকডাউন শুরু হওয়ায় ক্রিকেট মহলের অনেকেই আগামী দু’মাসের মধ্যে আইপিএল হতে পারে -এমন সম্ভাবনা দেখছেন না। তবে টুর্নামেন্ট বাতিল হবে এটাও তারা মনে করছেন না। কারণ, টুর্নামেন্ট বাতিল করলে বিপুল আর্থিক ক্ষতিতে পরবে বিসিসিআই।


শেয়ার করুন :


আরও পড়ুন

যে কারণে আইপিএল সম্ভব হলেও বিশ্বকাপ নয়

যে কারণে আইপিএল সম্ভব হলেও বিশ্বকাপ নয়

খেলা না থাকলেও বন্ধ হয়নি ধোনিকে নিয়ে আলোচনা

খেলা না থাকলেও বন্ধ হয়নি ধোনিকে নিয়ে আলোচনা

অনির্দিষ্টকালের জন্য স্থগিত  হতে পারে আইপিএল

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে পারে আইপিএল

আইপিএল নিয়ে আশাবাদী স্মিথ

আইপিএল নিয়ে আশাবাদী স্মিথ