আইসিসির গাইডলাইনের স্বচ্ছতা চান সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ২৪ মে ২০২০
আইসিসির গাইডলাইনের স্বচ্ছতা চান সাকিব

ফাইল ছবি

করোনার পর মাঠে ক্রিকেট ফেরাতে আইসিসি মহামারীকালিন সময়ে ক্রিকেটের জন্য গাইডলাইন নির্ধারণ করে দিয়েছে। তবে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, এই নতুন যুগে ক্রিকেট কীভাবে খেলবেন তা নিয়ে দ্বিধায় আছেন তিনি।

বাংলাদেশের জনপ্রিয় জাতীয় পত্রিকা প্রথম আলোকে তিনি বলেন, ‘এখন তো শুনি ৩ ফুট বা ৬ ফুটও নয়, ১২ ফুট পর্যন্তও নাকি এটা ছড়াতে পারে! তার মানে পিচের এই পাশ থেকে ওই পাশের কাছাকাছি। তাহলে দুই ব্যাটসম্যান কি ওভার শেষে এসে এক জায়গায় দাঁড়াবে না! পরামর্শ করতে যাবে না! দুই পাশেই থেকে যাবে! মাঠে দর্শক থাকবে না! উইকেটকিপার দূরে গিয়ে দাঁড়াবে! ক্লোজ ফিল্ডিংয়ের কী হবে? এসব নিয়ে ভাবার আছে।’

সাকিব অবশ্য বলেছেন, পরিস্থিতি যথাযথভাবে মূল্যায়ন না করে আবারও আইসিসির ক্রিকেট শুরু হতে পারে না। আমি নিশ্চিত তারা প্রথমে সুরক্ষার কথা ভাববে তারপরই মাঠে ক্রিকেট ফেরাবে।

তিনি বলেন, ‘আমার ধারণা পুরোপুরি নিশ্চিত না হয়ে তারাও (আইসিসি) কোনো সুযোগ নেবে না। যত যা–ই হোক জীবনটা তো আগে, তারপর খেলা! নিরাপত্তার কথা নিশ্চয়ই তারাও আগে ভাববে।’

বর্তমানে এক বছরের নিষেধাজ্ঞায় থাকা সাকিব বলেছেন যে তিনি ফিরে আসার জন্য অপেক্ষা করছেন। তবে অনেকটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘আমি দিন গুনছি দুই রকমভাবে। একটা তো কবে করোনা শেষ হবে, আরেকটা হলো কবে আমার বহিষ্কারাদেশ শেষ হবে। ‘আমার জন্য খুব কঠিন একটা সময় যাচ্ছে। যদিও বিশ্বের কোথাও এখন খেলা হচ্ছে না, তারপরও তো আমি জানি যে কাল থেকে খেলা শুরু হলেও আমি খেলতে পারব না!’

তিনি আরও বলেন, ‘আপনি যখন জানবেন কিছু করার ক্ষেত্রে আপনার একটা বাধা আছে, তখন অন্য কেউ সেটা নিয়ে না ভাবলেও আপনার মাথায় এটা ঘুরতেই থাকবে যে আমি তো চাইলেই এটা করতে পারব না।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যারিয়ারে দুইবার আবেগ ধরে রাখতে পারেননি মাশরাফি

ক্যারিয়ারে দুইবার আবেগ ধরে রাখতে পারেননি মাশরাফি

পূজারাকে ফেরানোর ঔষধ বের করতে হবে : কামিন্স

পূজারাকে ফেরানোর ঔষধ বের করতে হবে : কামিন্স

বিশ্বকাপের পর আইপিএলকে সেরা টুর্নামেন্ট বলছেন বাটলার

বিশ্বকাপের পর আইপিএলকে সেরা টুর্নামেন্ট বলছেন বাটলার

নিজের সাফল্যের জন্য এবাদতকে কৃতিত্ব দিচ্ছেন রাহী

নিজের সাফল্যের জন্য এবাদতকে কৃতিত্ব দিচ্ছেন রাহী