টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের পরামর্শ সাঙ্গাকারার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৪ এএম, ০১ জুন ২০২০
টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের পরামর্শ সাঙ্গাকারার

ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় নির্ধারিত টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করার পরামর্শ দিলেন মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) সভাপতি এবং শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা।

তিনি বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ থামানো যাচ্ছে না। এই ভাইরাসটি সব দেশেই ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার পরিকল্পনা করা উচিত হবে না। সামনের বিশ্বকাপটি স্থগিত করা উচিত।’

গত ২৮ মে আইসিসির সভা ছিল, গুঞ্জন ছিল, সেই সভায় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে আইসিসি। কিন্তু বিশ্বকাপ নিয়ে কোন সিদ্ধান্ত নেয়নি আইসিসি। বোর্ড সভার নতুন তারিখ হিসেবে ১০ জুনকে নির্ধারিত করেছে আইসিসি। ওই দিন বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। তবে আইসিসি বোর্ড সভা থেকে যে ধরনের সিদ্ধান্ত আসুক না কেন, আগামী বিশ্বকাপটি স্থগিত করা উচিত বলে জানালেন সাঙ্গাকারা।

স্টার স্পোর্টসকে তিনি বলেন, ‘প্রানঘাতি এই ভাইরাসটি দিন দিন বেড়েই চলেছে। এটিকে আটকানোর কোন পথও খুঁজে পাচ্ছে না চিকিৎসক বা বিজ্ঞানীরা। এটিকে ধ্বংস না করতে পারলে, পরিস্থিতি কঠিন হয়ে যাবে। এ অবস্থায় অব্যাহত থাকলে বিশ্বকাপের মত বড় আসর আয়োজন করা মোটেও উচিত হবে না। বিশ্বকাপ আয়োজন করলে সকলের জন্য তা ঝুঁকিপূর্ণ হবে। তাই আমার মতে, এবারের বিশ্বকাপ আসর স্থগিতই করাই ভালো।’

সকলের স্বাস্থ্য নিরাত্তার কথা ভেবে হলেও, বিশ্বকাপ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে বলে জানান সাঙ্গাকারা। তিনি বলেন, তার সিদ্ধান্তের সাথে অন্যান্য খেলোয়াড়রাও একমত পোষণ করবে। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে আমাদের আরও অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। সবার স্বাস্থ্য ও নিরাপত্তার কথা ভেবে এটা এ বছর স্থগিত করে অন্য বছর আয়োজন করা যেতে পারে। আমি নিশ্চিত, খেলোয়াড় বা বোর্ড কর্মকর্তারাও বড় ধরনের ঝুঁকি নিতে চাইবে না।’

সম্প্রতি আয়োজন অস্ট্রেলিয়াও বিশ্বকাপ নিয়ে ঝুঁকির কথা বলেছে। সেটির উদাহরণ টেনে নিয়ে আসেন সাঙ্গাকারা। তিনি বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কেভিন রবার্টসও সম্প্রতি বলেছেন, আগামী বিশ্বকাপ আয়োজন ‘উচ্চ ঝুঁকির’ মধ্যে রয়েছে। যেখানে আয়োজক দেশই সাহস পাচ্ছে না, সেখানে এটি আয়োজন করার কোন কারণ আমি দেখছি না।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অনুশীলনের অনুমতি পেল দক্ষিণ আফ্রিকা

অনুশীলনের অনুমতি পেল দক্ষিণ আফ্রিকা

অধিনায়কত্বে ধোনিকে অনুপ্রেরণা মানছেন কোহলি

অধিনায়কত্বে ধোনিকে অনুপ্রেরণা মানছেন কোহলি

আউটডোর অনুশীলন করে তোপের মুখে শার্দুল

আউটডোর অনুশীলন করে তোপের মুখে শার্দুল

সোমবার থেকে অনুশীলন শুরু করছে শ্রীলঙ্কা ক্রিকেট দল

সোমবার থেকে অনুশীলন শুরু করছে শ্রীলঙ্কা ক্রিকেট দল