পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্বে ইউনিস খান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৫ এএম, ১০ জুন ২০২০
পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্বে ইউনিস খান

ফাইল ছবি

করোনার পরবর্তীকালে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে খেলায় ফিরবে পাকিস্তান ক্রিকেট দল আসন্ন এই সফরের জন্য পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খানকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিষয়টি নিশ্চিত করেছে খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুধু ইউনিস খানই নয়, ব্যাটিং কোচের পাশাপাশি বোলিং কোচ ও পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ওয়াকার ইউনিসকে। স্পিন কোচ মুশতাক আহমেদের পাশাপাশি তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে দায়িত্ব পালন করবেন তিনি।

ব্যাটিং কোচের দায়িত্ব পেয়ে ইউনিস খান বলেন,, ‘আমার পক্ষে আমার দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে বড় সম্মান এবং এর চেয়ে ভাল অনুভূতি আর কখনও পাইনি। আমি ইংল্যান্ডের মতো চ্যালেঞ্জিং সফরে আবারও কাজ করার বিশেষ সুযোগ পেয়েছি।’

‘পাকিস্তানের পক্ষে এমন কিছু প্রতিভাবান ক্রিকেটার অন্তর্ভুক্ত রয়েছে, যাদের আরও বেশি উচ্চতা অর্জনের সম্ভাবনা রয়েছে। মিসবাহ-উল-হক, মোশতাক আহমেদ এবং ওয়াকার ইউনিসের সাথে আমরা তাদের আরও উন্নত করার চেষ্টা করব এবং যথাসম্ভব সেরাকে প্রস্তুত করার চেষ্টা করব।’

সাবেক সতীর্থকে তার নতুন ভূমিকায় দেখে স্বাগত জানিয়ে মিসবাহ বলেন: ‘(আমি) পাকিস্তানের রঙে তার সাথে পুনরায় একত্রিত হওয়ার প্রত্যাশা করছি। কারণ আমাদের ক্রিকেট ক্যারিয়ার প্রায় একইসাথে চলেছে। আমরা একে অপরকে সবচেয়ে বেশি চিনেছি। আমাদের মনে হয় তার চেয়ে বেশি গত দশকে পাকিস্তানের সবচেয়ে ঐতিহাসিক ও স্মরণীয় টেস্ট জয়ে কিছুটা অবদান রাখার জন্য গ্লোভের হাত ধরে কাজ করা হয়েছিল।

তিনি আরও বলেন, ‘২০১০ সালে যখন আমি একটি কঠিন সময়কালে অধিনায়কত্বের দায়িত্ব নিয়েছিলাম, তখন ইউনিস দুর্দান্ত সমর্থন দিয়েছিল এবং আমি আত্মবিশ্বাসী যে. তিনি পাকিস্তান ক্রিকেটকে সাফল্যের পথে ফিরিয়ে আনার স্পষ্ট উদ্দেশ্য নিয়ে ইংল্যান্ডে কাজ করবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]



শেয়ার করুন :


আরও পড়ুন

সেরা তিন পেসারের থেকে যে গুণগুলো নিতে চান রাবাদা

সেরা তিন পেসারের থেকে যে গুণগুলো নিতে চান রাবাদা

স্বাস্থ্যবিধি মেনে অনুশীলনে আয়ারল্যান্ড

স্বাস্থ্যবিধি মেনে অনুশীলনে আয়ারল্যান্ড

শ্রীলঙ্কা সফরে সিনিয়র ক্রিকেটারদের ‘অনীহা’

শ্রীলঙ্কা সফরে সিনিয়র ক্রিকেটারদের ‘অনীহা’

অধিনায়কত্বে স্টোকস, পিটারসনের না

অধিনায়কত্বে স্টোকস, পিটারসনের না