ইংল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা, নেই আর্চার-স্টোকস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৫ এএম, ২৮ জুলাই ২০২০
ইংল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা, নেই আর্চার-স্টোকস

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বোর্ড (ইসিবি)। আইরিশদের বিপক্ষে ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি ডান’হাতি পেসার জোফরা আর্চার ও পেস বোলিং অলরাউন্ডার বেন স্টোকসকে।

ওয়েস্ট ইন্ডিজে বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় শেষ টেস্ট চলছে ম্যানচেস্টারে। ম্যানচেস্টারের টেস্ট শেষ হওয়ার পরের দিনই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামবে স্বাগতিক ইংল্যান্ড। ওই সিরিজকে সামনে রেখে ইয়ান মরগানকে অধিনায়ক ও মঈন আলীকে সহ-অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইসিবি।

তবে স্কোয়াডে রাখা হয়নি আর্চার-স্টোকসকে। আর্চার-স্টোকস দলে না থাকলেও দলে জায়গা পেয়েছেন টম ব্যান্টন,রিচ টপলি ও প্রথম টেস্ট খেলে দল থেকে বাদ পড়া জো ডেনলি। এছাড়া রিজার্ভ তালিকায় রাখা হয়েছে রিচার্ড গ্লেসন, লুইস গ্রেগরি ও লিয়াম লিভিংস্টোন।

৫ আগস্ট পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ৩০ জুলাই আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে মরগানরা। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৪ আগস্ট। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সাউথ্যাম্পটনে দর্শকশূন্য স্টেডিয়ামে।

১৪ জনের স্কোয়াড
ইয়ান মরগান (অধিনায়ক), মঈন আলী (সহ-অধিনায়ক), জেসন রায়, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, টম কুরান, লিয়াম ডওসন, জো ডেনলি, সাকিব মাহমুদ, আদিল রশিদ, রিচ টপলি, জেমস ভিন্স ও ডেভিড উইলি।

রিজার্ভ তালিকা
রিচার্ড গ্লেসন, লুইস গ্রেগরি ও লিয়াম লিভিংস্টোন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দুই বছরের জন্য নিষিদ্ধ তরুণ টাইগার পেসার কাজী অনিক

দুই বছরের জন্য নিষিদ্ধ তরুণ টাইগার পেসার কাজী অনিক

মরুর দেশে আইপিএল, খুশি উইলিয়ামসন

মরুর দেশে আইপিএল, খুশি উইলিয়ামসন

মাঠের মানুষ যেহেতু মাঠে যেন ফিরতে পারি : মুশফিক

মাঠের মানুষ যেহেতু মাঠে যেন ফিরতে পারি : মুশফিক

দক্ষিণ আফ্রিকাকে আতিথেয়তা দিতে চায় ওয়েস্ট ইন্ডিজ

দক্ষিণ আফ্রিকাকে আতিথেয়তা দিতে চায় ওয়েস্ট ইন্ডিজ