কোহলিকে সেরা মানছেন স্টিভেন স্মিথ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৬ এএম, ১২ সেপ্টেম্বর ২০২০
কোহলিকে সেরা মানছেন স্টিভেন স্মিথ

ওয়ানডে ক্রিকেটে ভারতের অধিনায়ক বিরাট কোহলিই সেরা ব্যাটসম্যান মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে স্মিথকে একজন ভক্ত প্রশ্ন করেন, ওয়ানডে ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটসম্যান কে? উত্তরে স্মিথ বলেন, ‘বিরাট কোহলি।’

বর্তমান যুগে, কে বিশ্বসেরা এই নিয়ে আলোচনা হচ্ছেই। আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ভারতের কোহলি, অস্ট্রেলিয়ার স্মিথ, নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও ইংল্যান্ডের দলপতি জো রুট। ইংল্যান্ড ও পাকিস্তানের সাবেকরা, এই চারজনের সাথে সাথে আবার বাবর আজমেরও তুলনা করছেন।

ওয়ানডে ক্রিকেটে ২৩৯ ম্যাচে ৫৯ দশমিক ৩৩ গড়ে ১১৮৬৭ রান কোহলির। স্মিথের ১২৫ ম্যাচে ৪২ দশমিক ৪৬ গড়ে ৪১৬২ রান, উইলিয়ামসনের ১৫১ ম্যাচে ৪৭ দশমিক ৪৮ গড়ে ৬১৭৩ রান ও রুটের ১৪৬ ম্যাচে ৫১ দশমিক ০৫ গড়ে ৫৯২২ রান। আর পাকিস্তানের বাবরের পরিসংখ্যান- ৭৪ ম্যাচে ৫৪ দশমিক ১৭ গড়ে ৩৩৫৯ রান।

তবে এসব পরিসংখ্যানসহ অন্যান্য বিচারে বর্তমানে ওয়ানডে ক্রিকেটে কোহলিকেই সেরা বলছেন স্মিথ। কেন বলছেন সেটিও পরিস্কার করেছেন তিনি, ‘কোহলি এক দারুণ ক্রিকেটার। যে কোন রেকর্ড সে ভাঙতে পারে। সামনে থেকে নেতৃত্ব দিয়ে ভারতীয় ক্রিকেটকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এখনো তার ক্যারিয়ারের অনেক কিছু বাকি। ওয়ানডে ক্রিকেটের রান কোথায় যে নিয়ে যাবে, সেটা দেখার অপেক্ষায় আমরা। ক্রিকেটের প্রতি ভালোবাসা, রান করার ক্ষুধায় আজ কোহলি এমন খেলোয়াড়। একাই ম্যাচ শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে সে। অধিনায়ক হিসেবেও দারুণ।’

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক শচীন টেন্ডুলকার। তার উদাহরণ টেনে এনে স্মিথ বলেন, ‘অতীতে টেন্ডুলকারকে আটকানোর পথ খুঁজতো সকলে। আর এখন কোহলিকে আটকানোর পরিকল্পনা করে। অতীতে যেমন টেন্ডুলকারকে আটকানো যায়নি। এখন কোহলিকে থামানো যাচ্ছে না। সে আরও দূর যাবে। ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যাবে সে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কায় স্বল্পকালীন কোয়ারেন্টাইন চায় বিসিবি

শ্রীলঙ্কায় স্বল্পকালীন কোয়ারেন্টাইন চায় বিসিবি

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে ২৭ টাইগার

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে ২৭ টাইগার

মেয়েদের আইপিএল চান ঝুলন গোস্বামী

মেয়েদের আইপিএল চান ঝুলন গোস্বামী

আইপিএলের থিম সং ‘চুরি’, আইনি পথে জনপ্রিয় ব়্যাপার

আইপিএলের থিম সং ‘চুরি’, আইনি পথে জনপ্রিয় ব়্যাপার