যে কারণে স্কোয়াডে নেই মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৩ এএম, ০৫ জানুয়ারি ২০২১

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সফরকে সামনে রেখে ওয়ানডে দলের ২৪ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ স্কোয়াড ঘোষণা করা হয়। তবে বিসিবির ঘোষিত ২৪ জনের স্কোয়াডে জায়গা পাননি মাশরাফি বিন মর্তুজা।

সংবাদ বিজ্ঞপ্তির পর সাংবাদিকদের সাথে কথা বলেন বিসিবির দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। সংবাদ সম্মেলনে মাশরাফিকে দলের না রাখা নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন তারা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাশরাফিকে না রাখার কারণ হিসেবে নান্নু বলেন, ‘এখানে অনেক কিছুরই ইস্যু এসেছে। সবকিছু মিলিয়ে টিম ম্যানেজম্যান্ট আমাদেরকে অনেক কিছুর প্লান দিয়েছে এবং আমরাও আমাদের প্লান নিয়ে অনেক আলোচনা করেছি। সিদ্ধান্তটা অনেক আলোচনার পরেই এসেছে এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য, দেশের ক্রিকেটের কথা চিন্তা করে, আগামীতে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘তরুণ ক্রিকেটারদের তো আমাদের জায়গা দিতে হবে। ওদেরও একটা সুযোগের জায়গা দিতে হবে। সুতরাং ২০২১ সালে আমরা নতুনভাবে শুরু করছি। ১০ মাস পর সবাই কিন্তু নতুন করে শুরু করছে। ১০ মাসে কিন্তু অনেক পিছিয়ে গেছি, এই মহামারীতে। সেই হিসেবে আমরা সবাই সম্মিলিতভাবেই সিদ্ধান্ত নিয়েছি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ভালো ক্রিকেট শুরু করতে চাই।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফোকাস এখন ২০২৩ বিশ্বকাপকে কেন্দ্র করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রাথমিক দল ঘোষণার ক্ষেত্রে সেটিও ভাবনায় রাখা হয়েছে। মূলত সেই ভাবনা থেকেই মাশরাফিকে রাখা হয়নি।

নান্নু বলেন, ‘অবশ্যই ২০২৩ এর জন্য একটা ফোকাস আমরা রেখেছি। ২০২১ থেকেই কিন্তু প্রচুর ম্যাচ আছে আমাদের। টেস্ট ক্রিকেট বলেন, ওয়ানডে বলেন, সবকিছু মিলিয়ে এ জন্য টেস্ট আর ওয়ানডের দলটা একটু বড় করা হয়েছে। এ ফোকাসটা রেখেই কিন্তু টিম ম্যানেজম্যান্টের যে প্লান আছে ওই প্লান অনুসারে আমরা এগোচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এটা আমরা টাইম টু টাইম, আবার মূল স্কোয়াড দেব, এটা তো প্রাথমিক স্কোয়াড। সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে, এখানে কারও কোনো দ্বিমত ছিল না।’

প্রাথমিক স্কোয়াড নিয়ে কারো কোন দ্বিমত না থাকলেও মাশরাফিকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন ছিল বলেও জানান তিনি।

মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘ওর (মাশরাফি) প্রতি আমাদের রেস্পেক্ট আছেই এবং আমাদের দেশের জন্য অনেক কিছু দিয়েছে। এটা একটা কঠিন সিদ্ধান্ত ছিল। তা হলেও বাস্তবতা আমাদের মানতেই হবে। সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা সবাই সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছি। মাশরাফিকে বাদ দিতে হয়েছে। সেই হিসেবে আমি মনে করি যে, নতুনভাবে যে চলা, ওর জায়গায় যেই খেলবে তার জন্য অবশ্যই এটা অনেক বড় সুযোগ।’

স্কোয়াড ঘোষণার আগে মাশরাফির সঙ্গে কথা হয়েছে বলেও জানান বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বলেন, ‘আমি কথা বলেছি তার (মাশরাফি) সাথে। ওর সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। আমার যতটুকু মনে আছে, ওকে আমি বলে দিয়েছি। ওর সাথে আমার আলোচনা হয়েছে, আপনাদের সাথে তো বলতে পারবো না। আমার সঙ্গে ভালোই কথা হয়েছে। মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের কিছু নাই।’

২০২০ সালের দেশের মাটিতে গত মার্চে সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন মাশরাফি বিন মর্তুজা। টানা ৬ বছর বাংলাদেশের ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়ার পর জিম্বাবুয়ের বিপক্ষে ওই সিরিজ দিয়ে নেতৃত্ব ছাড়েন তিনি। তবে সুযোগ পেলে দেশের হয়ে জাতীয় দলে খেলবেন বলেও জানিয়েছিলেন মাশরাফি।

জিম্বাবুয়ে সিরিজের পর আর কোন আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেনি বাংলাদেশ। এরপর করোনা কারণে বন্ধ হয়ে যায় ক্রিকেটীয় কার্যক্রম। যা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে ফেরার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটেও ফিরছে বাংলাদেশ। তবে ইনজুরিতে পড়া ছাড়া এবারই প্রথমবারের মতো দলের জায়গা হারালেন মাশরাফি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা, নেই মাশরাফি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা, নেই মাশরাফি

বাংলাদেশ দলে নতুন মুখ : ওয়ানডে ক্রিকেটে চারজন, টেস্টে দু’জন

বাংলাদেশ দলে নতুন মুখ : ওয়ানডে ক্রিকেটে চারজন, টেস্টে দু’জন

দেশে ফিরে নতুন অতিথির জন্য দোয়া চাইলেন সাকিব

দেশে ফিরে নতুন অতিথির জন্য দোয়া চাইলেন সাকিব

ইমরানের নেতৃত্বে টেন্ডুলকার-সোবার্সদের সাথে মুশফিক

ইমরানের নেতৃত্বে টেন্ডুলকার-সোবার্সদের সাথে মুশফিক